১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৮:১২ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কমলনগরে ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১২, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ণ

কবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে তোরাবগঞ্জ বাজার উত্তর চর লরেঞ্চ গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী তোরাবগঞ্জ আহমেদিয়া মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি। আটক হওয়ার পর গণপিটুনির শিকার হন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের এই নেতাকে আটক করে থানায় নিয়ে যান।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী মহলের আশ্রয়ে এলাকায় তার ভয়ংকর আধিপত্য ছিল। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মারামারি নিয়ে বেশ কয়েকটি মামলা রয়েছে। স্থানীয়দের ভাষ্য মতে, গত কিছুদিন আগে ফেসবুকে লাইভে এসে বিএনপি নেতাদের বিরুদ্ধে বিষোদগার করেন এই মোহাম্মদ আলী। লাইভে ঘোষণা দিয়ে এলাকায় এসে এক বিএনপি’র নেতার আশ্রয়-প্রশ্রয়ে বেপরোয়া হয়ে ওঠেন। তার আতঙ্কে বেশ কয়েকটি পরিবার এলাকা ছাড়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবদুর জাহের জানান, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী কাছে অস্ত্র রয়েছে এবং গভীর রাতে পলাতক অন্যান্য ছাত্রলীগ নেতাদের নিয়ে এলাকায় মহড়া দেয়। তার নেতৃত্বে কিশোর গ্যাংয়ের বাহিনী রয়েছে। এতে আমরা শঙ্কিত, ফ্যাসিবাদ মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। ওমর ফারুক বলেন, মোহাম্মদ আলী কমলনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদের অস্ত্রধারী ক্যাডার। এ সময়ও সে কিভাবে এলাকায় মহড়া দেয়, এটি জনমনে প্রশ্ন।

নজির বড় মিয়া নামে অন্য একজন জানান, ছাত্রলীগের ক্যাডার মোহাম্মদ আলী গ্রেপ্তারে এলাকায় স্বস্তি বিরাজ করছে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, জনতা আটক করে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিয়েছে। তিনি থানা হাজতে রয়েছেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত