১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ রাত ২:৩৯ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

দেড় যুগ পর রামগতি উপজেলা আ’লীগের সম্মেলন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ৮, ২০২২ ১২:১৫ পূর্বাহ্ণ

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা আওয়ামী লীগের সবশেষ সম্মেলন হয়েছিল ২০০৩ সালে। ওই সময়ে গঠিত ৬৭ সদস্য বিশিষ্ট কমিটির দু’ডজন নেতাই এখন বেঁচে নেই। যে কারণে, অনেক খুঁড়িয়ে খুঁড়িয়েই চলেছিল দলটি। এরই মধ্যে বেশ কয়েকবার ঘোষণা করা হয়েছিল সম্মেলনের তারিখ। কিন্তু বিভিন্ন কারণে তা আর হয়নি। সম্প্রতি আবারও এ শাখাটির সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন জেলা আওয়ামী লীগ। সে অনুযায়ী আগামী ১০ অক্টোবর এ সম্মেলন হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ত্রি-বার্ষিক এ সম্মেলনকে সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

এদিকে দীর্ঘ ১৯ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ায় দলটির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। তৃণমূল থেকে জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ চলছে প্রদপ্রত্যাশীদের। তাঁদের কেউ কেউ ব্যানার-ফেস্টুন সেঁটে চালাচ্ছেন জোর প্রচারণা। সামাজিক যোগাযোগমাধ্যমেও রয়েছে সরব উপস্থিতি।

অন্যদিকে অনুষ্ঠিতব্য এ সম্মেলনের মাধ্যমে বৃহৎ এ দলটির শীর্ষ নেতৃত্বে কারা আসছেন তা নিয়েও চলছে জোর জল্পনা-কল্পনা। ভোট না সমঝোতা-কোন পদ্ধতিতে নির্বাচিত হবে শীর্ষ দুই নেতৃত্ব-এ নিয়ে প্রতিনিয়ত হিসাব কষছেন দলটির নেতাকর্মী-সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজ মাঠে এ সম্মেলনের ভেন্যু নির্ধারণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এবং বিশেষ অতিথি হিসেবে আওয়াম লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিদ রায় নন্দী উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্মেলনে সভাপতি পদে তিন ও সাধারণ সম্পাদক পদে পাঁচজন পদপ্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। এদের মধ্যে সভাপতি পদে-বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, বর্তমান সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি ড. আশ্রাফ আলী চৌধুরী সারু ও বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ আলোচনায় রয়েছেন। তাছাড়া সাধারণ সম্পাদক পদে-জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রামগতি পৌরসভার দু’-দু’বারের মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু নাছের, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আব্দুজ্জাহের সাজু, চট্রগ্রাম মহসীন কলেজের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মজিবুল করিম বিপ্লব, উপজেলা আ’ লীগ সহ সাংগঠনিক সম্পাদক আকতাব হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ও চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাইফুল আলম বিপ্লবের নাম শোনা যাচ্ছে।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবু নাছের জানান, আওয়ামী রাজনীতির জন্য তাঁর ত্যাগের বিষয়টি সবাই জানেন। রাজনীতি করে অন্যরা দলীয় মনোনয়নসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ও পদ-পদবি পেলেও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ ছাড়া আমার ভাগ্যে অন্য কিছুই ঝুঁটেনি। তাই দলের নেতৃবৃন্দ এবার আমার বিষয়টি একটু ভাববেন বলে আমি আশা করছি।

অপর সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন লিটন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করে আসছেন। দলের যে কোনো প্রয়োজনে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করেছেন। তাই, দল তাঁকে যথাযথ মূল্যায়ন করবেন বলে তিনি বিশ্বাস করেন।

আরেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম মেজবাহ উদ্দিন জানান, তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা এম অজিউল্যাহ মিয়া বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। বাবার দেখানো পথকে ভালোবেসে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তিনি স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সামনের সাড়িতে থেকে নেতৃত্ব দিয়েছেন। উপজেলা ছাত্রলীগ ও বরিশাল বিএম কলেজ কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্বপালন করেছেন। দলকে ভালোবেসে একজন সার্বক্ষণিক রাজনীতিক হিসেবেই তিনি সারা জীবন কাটিয়েছেন।

তিনি বলেন, আমার পুরো পরিবারই আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের জন্য আমাদের এ শ্রমের মূল্য কাউন্সিলর, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিবেচনা করবেন বলে আমি বিশ্বাস করি।

সভাপতি পদপ্রার্থী অধ্যাপক আবদুল ওয়াহেদ জানান, আওয়ামী লীগ তাঁর আস্থা-বিশ্বাস-ভালোবাসা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে দীর্ঘ দেড় যুগ ধরে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিপদে আপদে পাশে থেকেছেন। তাই সম্মেলনে কাউন্সিলররা তাঁকে বিমুখ করবেন না বলে তিনি বিশ্বাস করেন।

আরেক সভাপতি প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ড. আশ্রাফ আলী চৌধুরী সারু বলেন, দীর্ঘ দেড় যুগ পর এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা আজ উজ্জীবিত। রামগতির সর্বত্র এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

তিনি জানান, স্থানীয় সরকারের বিগত বেশ কয়েকটি নির্বাচনে তিনি দলীয় প্রার্থীর পক্ষে শ্রম ও অর্থ দিয়ে কাজ করেছেন। দলের যে কোনো নেতাকর্মীর বিপদে ছুটে যাচ্ছেন; সাহায্য-সহযোগিতা করছেন। তাই, রামগতিতে স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে দলকে শক্তিশালী করতে নেতাকর্মীরা তাঁর পক্ষে থাকবেন।

অপর সভাপতি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ বলেন, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ লক্ষে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে আমি দলের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। তাই, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে কেন্দ্রীয় ও জেলা নেতাসহ কাউন্সিলররা যে সিদ্ধান্ত নিবেন সেটাতেই আমি সন্তুষ্ট থাকবো।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা