২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১০:২৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাঁচ বইয়ের পঠোন্মোচন, আনন্দে সাফল্যে সবার প্রতি কৃতজ্ঞতা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৬, ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি: কিশোরগঞ্জের প্রতিশ্রুতিশীল সাহিত্য সংগঠন ‘সন্দীপন সাহিত্য আড্ডা’র সাথে যুক্ত পাঁচ লেখকের ২০২৫ এর বইমেলায় প্রকাশিত পাঁচ বই নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো জমজমাট পাঠ উন্মোচন। গত ১১ এপ্রিল শুক্রবার বিকেল চারটা থেকে শুরু হয়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত শহরের স্টেশন রোডস্থ হোটল শেরাটনের কনফরেন্স হলরুমে অনুষ্ঠিত হলো আয়োজনটি।

আলোচ্য বইগুলো হলো- শিশু সাহিত্যিক, ভ্রামণিক মাহফুজুর রহমানের আত্মজীবনী ‘ফিরে ফিরে দেখা’, চন্দ্রাবতীর কবিখ্যাত আলী আকবরের কবিতার বই ‘দরোজা খোলো কবিতা-চন্দ্রাবতী’, কবি ও গল্পকার দীপা বর্মনের গল্পের বই ‘ভ’,গল্পকার মুহাম্মদ শামীম রেজার গল্পের বই ‘অপরাহ্ণের গল্প’, এবং কবি ও ছড়াকার ফরিদ উজ-জামান পলাশের আঞ্চলিক ভাষার কবিতার বই ‘যেই আগুনে জ্বইল্যা মরি’।

সংগঠনের সহ-সভাপতি রতন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনটিতে আলোচ্য বইগুলোর লেখকবৃন্দ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক কাজী করিম উল্লাহ নাদিম, একই কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এএসএম সাইফুজ্জামান, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আবু হায়দার মোহাম্মদ নূরে আলম, ঈশা খা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান বদরুল হুদা সোহেল প্রমূখ।

শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি কবি সাদরুল উলা। অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নৌশাদ মোস্তফা, প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রিন্সিপাল অফিসার আহসান-উল-আলম, লেখক-গবেষক, এবং বই ও রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ, কলামিস্ট বিমল সরকার, ডা. নৌশাদ কায়সার পাঠান, অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান দুলাল, উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন, সংস্কৃতিকর্মি তাজউদ্দীন আহমেদ বকুল, ছড়াকার সামিউল হক মোল্লা, কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের সভাপতি জিয়াউর রহমান, প্রাবন্ধিক নজির হোসেন প্রমূখ।

পাঠ উন্মোচনের জন্য নির্ধারিত বইগুলোর আলোচনায় অংশ গ্রহণ করেন বিজনকান্তি বনিক, সাদরুল উলা, খলিল ইমতিয়াজ, আমিনুল ইসলাম সেলিম এবং জমাতুল ইসলাম পরাগ।

কবিতা ও ছড়া আবৃত্তি করে শোনান আবৃত্তিশিল্পী যথাক্রমে আমজাদ শরীফ, তৌকির ইসলাম তন্ময় ও প্রিয়ন্তিকা পুষ্প। স্বরচিত লেখা পাঠ করেন ইবনুল ইসাইদ, হিরণ আকন্দ, নেওয়াজ শরীফ সাগর, মোহাম্মদ হামিদ প্রমূখ। পরে পাঁচ বইয়ের লেখকগণ পাঠোন্মোচন আয়োজন নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানটিতে জেলার লেখক-সংস্কৃতিকর্মি ছাড়াও নানা শ্রেণিপেশার শতাধিক দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে সম্মানিত লেখক-সংস্কৃতিকর্মিদের ব্যাপক উপস্থিতির কারণে অনেককেই চেয়ার দেয়া সম্ভব হয়নি। এজন্য সংগঠনের পক্ষে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যাদের সানুগ্রহ উপস্থিতি ও আন্তরিকতার কারণে অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সাফল্যমন্ডিত হয়েছে, তাদের সকলের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আশা করি ভবিষ্যতেও সকলে সন্দীপনের পাশে থেকে অনুপ্রাণিত করে যাবেন। আলোচকগণ একসাথে পাঁচটি বইয়ের পাঠ উন্মোচনকে মফস্বল শহরের ক্ষেত্রে মাইলফলক বলে আখ্যায়িত করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গল্পকার জমাতুল ইসলাম পরাগ।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ লাখ টাকা জরিমানা

কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনকে বহিস্কারের দাবিতে মানববন্ধন

কমলনগরে প্রি- ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রামগতি মৎস্য কর্মকর্তার সাংবাদিকদের সাথে মতবিনিময়

রামগতি কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৈয়ব আলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাকুন্দিয়ায় ফলদ ও বনজ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি চায় না: বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামিম

কিশোরগঞ্জ পাগলা মসজিদ পরিচালনা বিষয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

নান্দাইলে বিএনপি’র চার গ্রুপের পৃথক পৃথক শ্রদ্ধাঞ্জলি ও বিজয় র‌্যালী

কিশোরগঞ্জের হোসেনপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত