মো. মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জের পাকুন্দিয়া (ইভিএম) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২।
উক্ত নির্বাচনী আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. শামসুদ্দীন আনারস প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেন।সোমবার (৩১জানুয়ারি) রাত ৮ টায় পাকুন্দিয়া উপজেলা পরিষদ কার্যালয়ে বেসরকারি প্রাথমিক ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. সাখাওয়াত হোসেন।
এতে আনারস প্রতীক নিয়ে মো. শামসুদ্দীন ৫ হাজার ৪শত ৩১ভোট পেয়ে নির্বাচিত হন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মইনুদ্দিন নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৪শত ৪৪ভোট পেয়ে পরাজয় বরণ করেন।
উল্লেখ্য এর আগে ২০১৬ সালে ৫ম ধাপে ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনী আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) আনারস প্রতীক পেয়েআওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ মঈনুদ্দীন কে পরাজিত করেন।