১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:৫৭ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে বেপরোয়া ভাংচুর, লুটপাট, দখল। পৌর ছাত্রদলের আহবায়ক বহিষ্কার, সড়কে শৃংখলায় সাধারণ ছাত্ররা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৯, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে শেখ হাসিনা সরকার পতনের পরপরই জামাত শিবির, বিএনপি নেতাকর্মী এবং সাধারণ ছাত্ররা আনন্দ মিছিল নিয়ে নেমে পড়ে রাজপথে। জামায়াত ও সাধারণ ছাত্ররা পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করলেও বিএনপি কর্মীরা উপজেলা পরিষদ, আ’লীগ অফিস, যুবলীগ নেতা শাহ রাকিবের বাড়ী, শোয়েব খন্দকারের অফিস, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাহিদের বাড়ী ভাংচুর করে। এ সময় তারা উপজেলা চেয়ারম্যানের গাড়ী পুড়িয়ে দেয়।

চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ ও বিশৃঙ্খল কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতি পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহাজাদা প্রিন্সকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৮ জুলাই) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লক্ষ্মীপুর জেলা শাখার দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা ছাত্রদলের প্যাডে এ বহিষ্কারাদেশের অনুমোদন দিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন।

আদেশে বলা হয়, পৌর ছাত্রদলের আহবায়ক শাহাজাদা প্রিন্স কেন্দ্রিয় ও জেলা ছাত্রদলের নিদের্শনা ভঙ্গ ও বিশৃঙ্খল কার্যক্রমের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

লক্ষ্মীপুর-৪ সাবেক সাংসদ ও বিএনপি’র নির্বাহি কমিটির সহ-শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান জানান, দলীয় নির্দেশনা অমান্য করে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করা হলে বিএনপি ও অঙ্গ সংগঠনের যে কাউকেই বহিষ্কার করাসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের বিশৃঙ্খল কার্যক্রম থেকে দুরে থাকার আহবান জানান।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত