মো. জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে ধানের মূল্য প্রতি কেজি ৪০টাকা মনপ্রতি১৬শত টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার দাবিতে বৃহস্পতিবার (১৮ মে) সকাল নয়টায় উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা বাজারে বাংলাদেশ খেতমজুর ও কৃষক সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
জেলা সংগঠক জমির উদ্দিনের সভাপতিত্বে এবাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বাসদ মার্কসবাদী সমন্বয়ক আলাল মিয়া, স্থানীয় কৃষক সংগঠক গিয়াস উদ্দিন, কামাল উদ্দিন, সোরহাব হোসেন, বুলবুল মিয়া প্রমুখ।
বক্তরা বলেন এক মন বোরো ধান উৎপাদন করতে কৃষকের খরচ হয়েছে ১২৫০টাকা; কিন্তু বাজারে একমন ধানের দাম মূল্য ৮০০টাকা থেকে ৯০০টাকা। এতে কৃষকের শ্রম ও ভুমি ব্যবহার করে ৬ মাস শেষেও কৃষকদের লোকসান ঘুনতে হচ্ছে। ইতি পূর্বে সরকার ধানের মূল্য নির্ধারণ করেছেন প্রতি কেজি ৩০টাকা যার মণ দাঁড়ায় ১২০০টাকা; এতে কৃষক তার কৃষি উৎপাদন করতে আগ্রহ ও হতাশা প্রকাশ করেছেন।
তাই আমরা দাবি জানাচ্ছি প্রতি কেজি ধানের মূল্য ৪০টাকা করে মণ প্রতি ১৬০০টাকা দিতে হবে। ফরিয়া, সরকারের সাথে যুক্ত সিন্ডিকেট বন্ধ করণ, বীজ সারও কৃষিকাজে সকল পণ্যে ভূর্তকি দিতে হবে, আগামী বাজেটে কৃষিখাতে ৪০ভাগ বরাদ্ধের ব্যবস্থার দাবিসহ খেতমজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা প্রদান এবং গ্রাম-শহরে রেশনিংয়ের ব্যবস্থা ও কৃষকদের বিনাসুদে ব্যাংক লোনের ব্যবস্থা, কৃষকদের নামে সার্টিফিকেট মামলা প্রত্যাহার করতে হবে। কৃষিকাজে যুক্ত সকল কৃষকদের প্রণোদনার আওতায় অর্ন্তভূক্ত করণ করে কৃষক বাঁচাও দেশ বাঁচাও বলে শ্লোগানে মুখরিত করেন।