মো. জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুরে ইউরিয়া সারের মূল্য বৃদ্ধি ও লোডশেডিং এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
বৃহস্পতিবার (০৪ জুলাই) সকাল ১০টায় উপজেলার গোবিন্দপুর বাজার চৌরাস্তায় কিশোরগঞ্জ জেলা শাখার ক্ষেতমুজুর ও কৃষক সংগঠনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসস মাকর্সবাদী কিশোরগঞ্জ জেলার সমন্বয় আলাল মিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফন্ট্রের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অজিত দাস, কিশোরগঞ্জ জেলা কৃষক সংগঠক জমির উদ্দিন, জেলা শ্রমিক নেতা এবায়দুল ইসলামসহ স্থানীয় কৃষক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা সরকারের ভুল নীতি, দুর্নীতি ও লুটপাটের জন্য আজ ইউরিয়া সারের কেজি প্রতি ৬টাকা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেন। মানববন্ধন থেকে অবিলম্বে ইউরিয়া সারের মূল্য বৃদ্ধি প্রত্যাহার এবং ঘনঘন লোডশেডিং বন্ধ করার দাবী জানিয়ে হুঁশিয়ারী দিয়ে বলেন, ইউরিয়া সারের বর্ধিত মূল্যবৃদ্ধি প্রত্যাহার ও ঘনঘন লোডশেডিং বন্ধ না করা হয় তা হলে; সংগঠনের নেতৃত্বে সাধারণ জনগণকে সাথে নিয়ে আগামীতে কঠোর কর্মসূচী ঘোষণার হুঁশিয়ারী দেন।


 
                    







 
                                     
                                     
                                    








