সাম্প্রতিক স্বদেশ ডেক্স/মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানেরশীষে সর্বশেষ নমিনেশন ঘোষনায় লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সহ-শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান কে দেওয়া হয়েছে।
গত ২০ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অফিসিয়াল প্যাডে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত প্রতিক বরাদ্দের বিষয় নিশ্চিত করে।
এর আগে গত ৫আগষ্ট পরর্বতীতে বিএনপি অফিসিয়াল প্যাডে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডিকে রামগতি-কমলনগর আসনে নির্বাচনী প্রচার কাজে সহায়তা করতে নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়। এই চিঠিকে ঘিরেই দুই উপজেলার জেএসডি নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসাবে জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব’কে বিএনপিসহ জোটের পক্ষে প্রচারপ্রচারনা করতে দেখা যায়।
বিপরিতে সাবেক দুইবারের ধানেরশীষ প্রতিকে নির্বাচিত সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান থেমে থাকেনি। হরহামেশাই রামগতি-কমলনগরে এগিয়ে ছিলেন নির্বাচনী প্রচারনায়। উৎসাহ উদ্দীপনায় নেতাকর্মীরা ধানেরশীষ প্রতিকে নিজানকে প্রার্থী হিসাব করে দলের অবস্থান শক্তিশালী করে তুলে।
গত ১১ডিসেম্বরও লক্ষ্মীপুরের কমলনগরে হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসা মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট হিসাবে গণসমাবেশে তানিয়া রব খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন “খালেদা জিয়া সুস্থতার উপর দেশে অনেক কিছু নির্ভর করে। খালেদা জিয়া সুস্থ হওয়া জরুরী।
সাবেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, বিগত দিনে নেতাকর্মীদের পাশে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ কাজ করেছি। ৩১ দফা নিয়ে মাঠে ময়দানে ছুড়ে বেড়িয়েছি। আগামী দিনেও দলের স্বার্থে সর্বোচ্চটা দিয়ে কাজ করবো।


















