মন্জুরুল হক মন্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর ২০২৫ ইং) ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে জালাল উদ্দিনের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র শীর্ষস্থানীয় নেতারা।
অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বর্তমানে পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক এবং কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৯৪ সালের ৩০ এপ্রিল কিশোরগঞ্জ আইনজীবী সমিতিতে যোগদানের মাধ্যমে তিনি তার পেশাগত জীবনের পথচলা শুরু করেন। আইনজীবী হিসেবে যেমন সুনাম অর্জন করেছেন, তেমনি রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি।
বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তা ও শুভেচ্ছা জানাচ্ছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
স্থানীয় রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, তার প্রার্থিতা আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে নতুন উদ্দীপনা তৈরি করবে বিএনপি’র রাজনীতিতে।


















