মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে একই দিনে ছয়সূতী, উছমানপুর ও ফরিদপুর ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) বিকেল পৌনে চারটায় কাশ্মিরী আইডিয়াল স্কুল প্রাঙ্গণে উছমানপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল পৌনে বারোটায় ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে ফরিদপুর ইউনিয়ন পরিষদ ও দুপুরে ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে ছয়সূতী ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া’র সভাপতিতত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জ্হোরা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, ছয়সূতী, ফরিদপুর ও উছমানপুর ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উক্ত সেমিনারে উপস্থিত সকলকে প্রজেক্টরের মাধ্যমে মানব দেহে মাদকের ক্ষতিকর দিক সম্বলিত (কোন কোন মাদকদ্রব্য ব্যবহারে শরীরের কোন কোন অংশে কি ক্ষতি হয়) এবং মাদকদ্রব্য ব্যবহারে ব্যক্তি শারিরীক, পারিবারিক ও সামাজিক অবক্ষয় কিভাবে হয় এতদসংক্রান্ত দুটি ভিডিও প্রদর্শন এবং মাদকের কুফল সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে ।