৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১:২১ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

গলাকেটে মৃত্যু কাগজে লিখা স্ত্রী দায়ী নয়, সন্তানদের দেখে রেখো

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২০, ২০২১ ১১:১১ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিজ ঘর থেকে দেলোয়ার হোসেন নামের তিন সন্তানের জনক, ব্যাগ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। নিহত দেলোয়ার হোসেন (৩৫) কুলিয়ারচর উপজেলা ছয়সূতী ইউনিয়নের মাধবদী (মধ্যপাড়া) গ্রামের মো. সিরাজুল ইসলামের বড় ছেলে।

সোমবার (২০ সেপ্টেম্বর) ভোর রাত আনুমানিক ৪ টার দিকে কুলিয়ারচর উপজেলার মাধবদী গ্রামের নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে।

নিহতের স্ত্রী আলপনা (২৫) জানান, ওই রাতে তারা একসাথে বারান্দার রুমে ঘুমিয়ে ছিলেন। শেষ রাতে হঠাৎ চিৎকারের শব্দ শুনে পাশের রুমে গিয়ে দেখেন দেলোয়ার রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন। এ সময় তার চিৎকার শুনে শ্বশুর-শ্বাশুড়ি ছুটে আসেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হসপিটালে নেওয়ার পথে মারা যায়। তার স্ত্রী আরো বলেন, মৃত্যুর আগে একটি কাগজে নিজ হাতে লিখেছেন আমার মৃত্যুর জন্য স্ত্রী দায়ী নয়, আমার সন্তানদের দেখে রেখো।

নিহতের স্ত্রী ও ছোট ভাই মনির বলেন, দেলোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন এবং প্রায়ই আত্মহত্যা করতে চাইতেন। তারা জানান দেলোয়ার হোসেনের ব্যবসায় ৩০ লাখেরও বেশি টাকা বাকি পড়ে ছিলো এবং ১৫ লাখ টাকার মত আর্থিক দেনা ছিলো, মূলত এসব কারণে চিন্তায় দেলোয়ার নিজের গলা কেটে আত্মহত্যা করে।

নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, দেলোয়ার পুরান ঢাকার নয়া বাজার এলাকার একটি ব্যাগ তৈরীর কারখানার মালিক। সে গত শনিবার দিবাগত রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার একদিন পর নিজ ঘরে এই ঘটনাটি ঘটে। তিার ব্যবসায় বড় ধরনের কোনো আর্থিক দেনা ছিলো এমন কিছু তিনি জানেন না, এমন কিছু হলে ছেলে অন্তত তাকে জানাতেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দেলোয়ার আর্থিকভাবে ভালো সচ্ছল ছিলো এবং ব্যবসায়ীক অবস্থা ভালো চলছিলো। সে কিছু মাস পূর্বেও ১২/১৪ লাখ টাকা দিয়ে জায়গা খরিদ করেছেন।

এই বিষয়ে কুলিয়ারচর থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত