৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৪:২৩ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

জনগনের ইচ্ছার প্রতিফলনই হবে আমার আগামীর নির্বাচন—এবিএম আশরাফ উদ্দিন নিজান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ৬, ২০২৫ ১২:২৯ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে দলের একক প্রার্থীকে মনোনয়ন না দেয়ায় ক্ষুদ্ধ ৪২হাজার দলীয় নেতা-কর্মী।

গতকাল থেকে দলের একক প্রার্থী সাবেক দু’বারের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানের নাম না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) দলের নেতা-কর্মীদের মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন ধরণের পোষ্ট দেখা যায়। এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা যায়।

এসময় দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে ও আগামীর নির্বাচনের প্রস্তুতি নিতে এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, গত ২বছর থেকেই জাতীয় নির্বাচনকে ঘিরে রামগতি-কমলনগরে ৪২হাজার নেতা-কর্মীকে সাথে নিয়ে মাঠে কাজ করছি। রামগতি-কমলনগরে গত ১৪মাসে ১৬২ওর্য়াডে মহিলা সভা করতেছি। এবং নির্বাচনী প্রচারে পাড়া-মহল্লায়, গ্রামের চায়ের দোকান, হাট-বাজারে মানুষের সাথে গণসংযোগ করছি।

তিনি আরও বলেন, রাজনীতিকে আমি মনে করি সাদকায়ে জারিয়া। জনগনের চিন্তা-চেতনা ও আশা-আকাংখার বাহিরে আমার যাওয়ার কোন সুযোগ নেই। নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে। মার্কায় নেতা-কর্মীদের কিছু যায় আসে না। তারা মনে তাদের মার্কা এবং প্রার্থী আশরাফ উদ্দিন নিজান।

তিনি আরও বলেন, আজও উপজেলার তোরাবগঞ্জে উঠান বৈঠকে মহিলা সভা শেষ করেছি। মহিলারা জানান তাদের প্রার্থী ও মার্কা নিজান সাব। এসব দেখে নিজেকে স্থীর রাখতে পারিনি। গত ২৮টি বছর তাদের সাথে কাটাচ্ছি। নেতা-কর্মীদের সুখে-দু:খে পাশে ছিলাম। কিভাবে তাদের আশা-আকাঙ্ক্ষা বিফলে রেখে যায়..? নেতা-কর্মীদের আশা পূরণের তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম দিদার হোসেন বলেন, এই আসন থেকে সংসদ নির্বাচনে দু’বার ভোট করে বিজয় হন নিজান সাহেব। অনেক প্রার্থী তার কাছে জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত বাজেয়াপ্ত প্রার্থীদের বিএনপি’র জয়ী আসন ছেড়ে দিবে..? তিনি প্রার্থী না হলে অন্যরা প্রার্থী হবে। দল তো কাউরে ধরে রাখতে পারবে না। তাহলে আমাদের মত নেতা-কর্মীদের কি হবে..? গত ১৭বছরে রামগতি-কমলনগরে ১০০ ও বেশি মামলায় প্রায় ২০হাজার নেতা-কর্মী আসামী হয়েছে। এর মধ্যে ১৩হাজার নেতা-কর্মী জেল খেটেছে। এবং নির্যাতনে ৪জন মৃত্যু বরণ করেছে। ভোটের মাঠে না থাকলে এসব নেতা-কর্মীদের কি জবাব দিবেন তিনি..? তাই ভোটের মাঠে কোন ধরণের ছাড় নয়। আগামী জাতীয় নির্বাচন হবে দলের নির্যাতিত নেতা-কর্মীদের আশা-আকাঙ্ক্ষার ফল এবিএম আশরাফ উদ্দিন নিজান।

রামগতি-কমলনগর উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হুদা চৌধুরী ও জামাল উদ্দিন বলেন, বিগত ২৮বছরের যে নেতা সুখে-দুঃখে ও হামলা মামলা নির্যাতনে পাশে ছিল তাকে দল মনোনয়ন না দিলে আমাদের কিছু যায় আসে না। আমাদের দলীয় মার্কা আশরাফ উদ্দিন নিজান। তার নির্দেশে আমরা গত দু’বছর থেকে মাঠে ভোট করতেছি। দু:সময়ে দলের নেতা-কর্মীদের ঐক্যের প্রতিক নিজান সাব।

তাকে নমিনেশন না দিলে আগামী নির্বাচনে আমরা তৃণমুল নেতা-কর্মীদের আশা-আকাঙ্ক্ষা প্রতিক এবিএম আশরাফ উদ্দিন নিজানকে জোর করে হলেও প্রার্থী করাবো ইনশাআল্লাহ। যারা বিগত দিনে জোটের নামে রামগতি-কমলনগরের মানুষের সাথে তামাশা করছে তাদের মাঠ থেকে শূণ্যে হাতে ফিরতে হবে। তাই দলের নেতৃত্বের প্রতি অনুরোধ থাকবে লক্ষ্মীপুর-৪ আসনে দলের একক প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজানকে ধানের শীষ প্রতিকে মনোনয়ন দেয়া হোক।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ২৩৭আসনে দলীয় মনোনয়ন দিলেও বাকি ৬৩আসনে বিশেষ বিবেচনায় লক্ষ্মীপুর-১ ও ৪ আসন দুটি ফাঁকা রাখা হয়। দলের পরবর্তী সিদ্ধান্তে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন

নান্দাইলে এনআরবিসি ব্যাংকের শুভ উদ্বোধন

আজ থেকে সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ

তাড়াইল টেরিটোরির এমপিও মো: সবুজ ইসলামের বদলীজনিত বিদায় সম্মাননা প্রদান

রামগতিতে জোরপূর্বক দখলকৃত জমির মাটি বিক্রি করে কোটিপতি ড. সারু

কিশোরগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভূয়া জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগ

কুলিয়ারচরে বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

কমলনগরে সংখ্যালঘু পরিবারের জমি দখলের ঘটনায় শ্রমিক লীগ নেতা কারাগারে

কমলনগরে হুফফাজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রামগতিতে ভূমিহীন আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত