১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৯:২১ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. ঢাকা
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নেত্রকোনা জেলা
  11. নোয়াখালী জেলা
  12. ফরিদগঞ্জ
  13. ফেনী জেলা
  14. বিনোদন
  15. ভোলা জেলা

ঢাকা চাঞ্চ্যকর হত্যা মামলার দুই আসামি ভোলা’য় র‍্যাব এর হাতে আটক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১৯, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ

মেহেদী হাসান শরীফ, দৌলত খান (ভোলা) প্রতিনিধি: মোহাম্মদপুর থানাধীন চাঁদউদ্যান (লাউতলা) এলাকার চাঞ্চল্যকর আল-আমিন হত্যা মামলার দুই আসামি কে আটক করেছে ভোলা র‍্যাব এর একটি টিম।

গোয়েন্দা তথ্যা, সোর্স, ও প্রযুক্তি ব্যবহার করে ১৮ জুলাই ২০২৫ ইং তারিখ ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চ ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ১৬ জুলাই ২০২৫ ইং সন্ধ্যা অনুমানিক ৬টা ৪০ মিনিট এর সময় পূর্ব বিরোধের জের ধরে মোহাম্মদপুর চাঁদউদ্যান (লাউতলা) জনৈক কামাল এর সেলুনোর দোকানের সামনে মো. মোশারফ হোসেন (২৬) পিতা মোস্তফা-সাং পাঙ্গাসিয়া, থানা লালমোহন, জেলা ভোলা ও মো. রিপন (গিট্রু রিপন) (২৪) পিতা শাহাবুদ্দিন, সাং-নুরাবাদ, থানা দুলার হাটসহ অজ্ঞাতনামা ৪/৫ জন মিলে শরীয়তপুর জেলার, গোসাইরহাট থানার মো. রিপন সর্দার এর ছেলে ভিকটিম আল-আমিন কে মারধর করে। একপর্যায়ে তার ডানপায়ের হাটুর পিছনের রগ কেটে দেয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে আল-আমিন মৃত্যবরণ করে। আল-আমিন এর হত্যা ঘটনায় তার মা বাদি হয়ে ১৭ জুলাই ২০২৫ তারিখ মোহাম্মদপুর থানায় এজাহার দায়ের করে। মামলা নং-৫৯ ধারা ৩০২/৩৪।

মামলার ১নং আসামি ও ২নং আসামি উভয়ের বাড়ি ভোলা জেলায় হওয়ায় ঘটনার পরপরই তারা পালিয়ে ভোলায় চলে আসে। ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাব-৮ সিপিএসপি, ভোলা ক্যাম্প এবং র‍্যাব-২ সিপিএসপি, বসিলা মোহাম্মদপুর ঢাকা যৌথভাবে অভিযান চালিয়ে তাদের কে চরফ্যাশন বেতুয়া লঞ্চ ঘাট থেকে গ্রেপ্তার করেন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত