৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৯:০৬ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নান্দাইলে বৈদ্যুতিক শর্টসার্কিটে গোয়াল ও বসতঘর পুড়ে ছাই

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৮, ২০২২ ১২:০৮ পূর্বাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়নে হেমগঞ্জ গ্রামে শনিবার আলী আকবের পুত্র রফিকের বসতঘর, গোয়াল ঘর বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে করে রফিকের বসতঘর, গোয়াল ঘর ও গরু পুঁড়ে ছাঁই হয়েছে।

জানাযায় শনিবার ভোরে রফিকের গোয়াল ঘরে বৈদ্যুতিক মিটার থেকে আগুন জ্বলে পরক্ষণেই গোয়াল ঘর ও বসতঘরের আগুন লাগে। গোয়াল ঘরে থাকা ৩ টি গরু, বসত ঘর ও ঘরে থাকা টিভি, ফ্রিজ, গ্যাসের চুলা, জমির দলিলাদী, আসবাবপত্র সহ সব পুঁড়ে ছাই হয়ে যায়।

এলাকাবাসী আগুন দেখে নান্দাইল ফায়ার সার্ভিস কে ফোন দিলে তারা দ্রুত এসে আগুন নিভাতে সক্ষম হয়। রফিক জানান, আমি সেহেরী খেয়ে মসজিদে নামায আদায় করতে গিয়েছিলাম। নামাজ পড়ে এসে দেখি আগুন লেগে সব পুঁড়ে ছাই হয়ে গেছে। নান্দাইল ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল জানান, আমার ইউনিয়ন পরিষদে লগুয়া আলি আকবরের ঘর। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। এতে করে রফিকের অনেক টাকার ক্ষতি হয়েছে।

নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল বারেক জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নীভাতে সক্ষম হয়েছি। এতে রফিকের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিটেই আগুনের সূত্রপাত হয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা