১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ১:৪৬ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ফরাশগঞ্জের রাস্তার বেহাল দশা, চরম দূর্ভোগে সাধারণ জনগণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ৫, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ

মো. নোমান হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষীপুর সদর উপজেলার চন্দ্র গন্জ থানার আওতাধীন ১৮নং কুখালির ফরাশগঞ্জ, আধার মানিক, কালিবৃত্তি নলডগী গ্রামের ত্রিশ থেকে পয়ত্রিশ হাজার মানুষের একমাত্র চলাচলের রাস্তার খুব বেহাল দশা। চরম দূর্ভোগে সাধারণ জনগণ। এ চার গ্রামের মানুষের এক মাত্র চলাচলের রাস্তা টি দীর্ঘ দিন যাবত চলাচলের অনুপুযোগি। এতে গ্রাম বাসির দূর্ভোগের শেষ নেই। এ গ্রামের রাস্তা দিয়ে প্রতিদিন চারটি হাট বাজারের গাড়ি যাতায়াত করে। এই রাস্তাটিতে তিনটি কালভার্ট-রয়েছে যা একদম গাড়ি চলাচলের জন্য অনুপযোগী।

বিভিন্ন মহল থেকে অনেক আশ্বাস দিয়ে ও অদ্য পর্যন্ত কেউ রাস্তা এবং রাস্তার ভাঙ্গা কালভার্ট-করার উদ্যোগ নেয়নি। বাজারে ব্যবসায়িদের সাথে কথা বলে জানা গেলো আশ্বাস ছাড়া কোন মহল থেকে রাস্তা, কালভাট করার জন্য কেউ ব্যবস্হা নেয়নি। বাজারের ব্যবসায়িদের মালামাল নিতে কালভার্ট- ভাঙ্গার কারণে গুনতে হয় বাড়তি টাকা। এখন এলাকাবাসি সহ ব্যবসীয়িদের একটাই দাবি ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের কাছ অতি দ্রুত কালভাট ও রাস্তা পাকা করে ব্যবসায়ি ও গ্রাম বাসির দীর্ঘদিনের ভোগান্তি লাগব করা।

জনগন ও বাজার ব্যবসায়িদের দাবির পেক্ষিতে ১৮নং কুশাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিক জানান, ফরাশগঞ্জ গ্রামের এ রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থা। আমি কয়েক বার ফাইল পাঠিয়ে কোন বাজেট না পাওয়া রাস্তা এবং কালভাটটি সংস্করণ করতে পারিনি। বর্তমানে রাস্তা এবং কালভাটের বরাদ্দের জন্য ফাইল এলজিইডি’র দপ্তরে পাঠিয়েছি। বরাদ্দ পাওয়ার সাথে সাথে কাজ শুরু হবে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা