মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ওয়ার্ড সেক্রেটারী পদে প্রার্থীতার দ্বন্দে ওয়ার্ড বিএনপি’র নির্বাচিত সেক্রেটারী মাকসুদকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে দূর্বৃত্তরা।
শনিবার ভোরবেলা পৌর ৯নং ওয়ার্ডের হাসান হোসেন গ্রামের হাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোরবেলা ব্যাসা প্রতিষ্ঠান খোলার জন্য বাজারে আসেন মাকসুদ। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা তারই দলীয় প্রতিদ্বন্দী ওয়ার্ড বিএনপির সেক্রেটারী প্রার্থী জসিমের ছেলে সজিব ধারালো ছেনি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর রক্তাক্ত জখম করে। এলোপাথারী আঘাতের ফলে মাকসুদ জ্ঞান হারিয়ে মাটিয়ে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতাল প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী চা দোকানী আবদুর রহমান জানান, আমরা কিছু বুঝে উঠার আগেই সজিব আমার পাশের দোকানদার মাকসুদকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। যা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। তাদের দলীয় কোন্দলে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে এরকম মনে হচ্ছে। এছাড়া অন্য কোন কারণ আমরা দেখছিনা।
মাকসুদ হাজিরহাট বাজারের একজন পোল্ট্রি ব্যবসায়ী এবং একই এলাকার নুর মোহাম্মদ এর বাড়ীর চৌধুরী মিয়ার ছেলে।
এঘটনায় পৌর বিএনপি একই দিন বিকালে হাজিরহাট বাজারে একটি বিক্ষোভ মিছিল করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে। মিছিল পরবতী সংক্ষিপ্ত পথ সভায় বক্তব রাখেন, পৌর বিএনপি যুগ্ন আহবায়ক প্রপেসর দিদার উদ্দিন, পৌর বিএনপি যুগ্ন আহবায়ক হান্নান, পৌর যুবদলের সদস্য আকবর, ওয়ার্ড বিএনপি সভাপতি ইউসুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নেয়ামত উল্যাহ হাসান, পৌর শ্রমিকদলের সেক্রেটারী ডন রাকিব। আরো উপস্থিত ছিলেন কৃষকদলের সাহাব উদ্দিন, মনির, মিঠু প্রমূখ।
পথসভা সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আবদুজ জাহের।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, ঘটনাটি শুনেছি, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ কাজ করছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।