২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ভোর ৫:০২ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে গ্রাম আদালতের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৫, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অধীনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ০২ জুন ২০২৫ইং তারিখ বড়খেরী ও চর গাজী ইউপির ইউপি সদস্যদের অংশগ্রহণে চতুর্থ ব্যাচের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। উক্ত প্রশিক্ষণের প্রথম দিবসের রিভিউ সেশন পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী দিলদার হোসেন, রিভিউ সেশন শেষে, সেশন পরিচালনা করেন অফিসার ইনচার্জ জনাব মোঃ কবির হোসেন। মক ট্রায়াল প্র্যাকটিস সেশন ও লাইভ সেশন পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব বজলুর করিম।

প্রশিক্ষণ সঞ্চালনা করেন উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জনাব দিলদার হোসেন।

প্রশিক্ষণের সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ আমজাদ হোসেন বলেন, গ্রাম আদালত কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছে। ইউপি সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগের মাধ্যমে গ্রাম আদালত কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রশিক্ষণে গ্রাম আদালতের বিচারাধীন বিষয়, আবেদন পদ্ধতি, বিচার প্রক্রিয়া ও সংশ্লিষ্ট সুবিধাসমূহ সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। পরিশেষে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষণের সমাপ্ত ঘোষণা করেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত