মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে এক ভ্যেকু শ্রমিকের কাছে চাঁদার দাবীকে কেন্দ্র করে শ্রমিককে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত শ্রমিক শিপন বাদী হয়ে দিদার খা সহ ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
সোমবার (১২ জানুয়ারী) সকালে পৌরসভার ২নং ওয়ার্ড সংলগ্ন ডা তোহফা-ই আউইব মহিলা পাশে নতুন নির্মানাধীন পাটওয়ারী বাড়ীর সামনের জমিতে এ ঘটনা ঘটে।
শিপন তার দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করেন, মহিলা কলেজের পাশে জনৈক ছালাউদ্দিন পাটওয়ারী নতুন বাড়ী নির্মাণ করেন। সেখানে মাটি ভরাটের কাজ করেন শিপন সহ অন্যান্য শ্রমিকরা। গত শনিবার থেকে শিপন তার ট্রাক্টর ও ভ্যেকু নিয়ে মাটি ভরাটের কাজ শুরু করেন। কাজ শুরু করতে গিয়ে গত শনিবার স্থানীয় খা বাড়ীর সিরাজের ছেলে দিদার, কামালের ছেলে আক্তার, মান্নানের ছেলে সুফিয়ান, তোফাজ্জল মাষ্টার বাড়ীর লিটনের ছেলে নুর আলম ঝিকু, ফারুক সহ সঙ্গীয় কয়েকজন বিএনপি নেতা পরিচয়ে এসে চাঁদা দাবী করলে স্থানীয় গণ্যমান্যরা মীমাংশা করে দেন তাদের ১০ হাজার টাকা দিলে আর কোন ঝামেলা করবেনা। চাঁদার টাকা দেয়ার পরদিন তারা আবার ৫০ হাজার টাকা দাবী করলে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় ক্ষুব্দ হয়ে ট্রাক্টর শ্রমিক শিপনকে বেধড়ক মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। বেদম মারধরে শিপন জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করে।
শিপন চর পোড়াগাছা ইউনিয়নের চরকলাকোপা গ্রামের আবু তাহেরের ছেলে।
ভূক্তভোগী শ্রমিক শিপন বলেন, বেশ কয়েকদিন থেকে বিএনপি’র দলীয় নেতা পরিচয়ে খা বাড়ীর দিদার, আলেকজান্ডার ইউনিয়নের তফাজ্জল মাষ্টার বাড়ীর লিটনের ছেলে নুর আলম ঝিকু, জামরুল সহ তাদের সঙ্গীয় কয়েকজন আমার কাছে এ ঘটনার দুদিন আগে ১০ হাজার টাকা চাঁদা নিয়েছে। তাদের কথা এ এলাকায় মাটি কাটতে হলে তাদের চাঁদা দিয়ে কাজ করতে হবে। উল্লেখিত আসামীগণ এখন আরো টাকার জন্য চাপ দিলে আমি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তারা পরিকল্পিক ভাবে আমার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।
তদন্ত কর্মকর্তা রামগতি থানার এস আই প্রবির চন্দ্র ধর জানান, ঘটনাস্থলে গিয়ে মামলাটি তদন্ত করেছি। চাঁদাবাজির সত্যতা পাওয়া গেছে। অধিকতর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যস্থা গ্রহন করা হবে।


















