মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-৪ (রামগতি কমলনগর) আসনে রামগতি উপজেলায় নির্বাচনকালীন মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারী ২০২৬) সন্ধ্যা ৭ ঘটিকায় ২ নং চর বাদাম ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবি দল কর্তৃক জমিদার হাট বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২ নং চর বাদাম ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আহবায়ক মো. জামালুল বারী শাকিল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব মো. ইলিয়াস হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষের ভোট চাওয়া ও জননেতা তারেক রহমানের নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্মীপুর-৪ আসনের মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজানের পক্ষে সকল ধরনের নির্বাচন কালীন কার্যক্রম পরিচালনা করবেন মর্মে সকল নেতৃবৃন্দ অঙ্গীকারবদ্ধ হন।


















