২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ১:৩৫ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুরে এমপি নয়নের সাথে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময়

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১২:০০ পূর্বাহ্ণ

শফিউল আজম চৌধুরী (জুয়েল), রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের সাথে রায়পুর উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্যের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

রায়পুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস প্রদান করেন এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা