মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর এলাকায় ড্রেজার ব্যবহারের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৫টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পুলিশ বাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তবে মোবাইল কোর্ট পরিচালনাকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে হোসেনপুর থানায় অভিযোগ আমলে নিয়ে নিয়মিত মামলা দায়েরের জন্য লিখিত আদেশ দেওয়া হয় মোবাইল কোর্টের মাধ্যমে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ জানায়, অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।


















