৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ ভোর ৫:৪৩ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে অবৈধ ৪৯ ইট ভাটায় অভিযান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ৭, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ফসলি জমি ও বসতি এলাকায় গড়ে ওঠা অবৈধ ৪৯টি ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রসাশন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫ইং) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে প্রসাশন ও যৌথ বাহিনী। এ সময় উপজেলার চররমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের মেসার্স আমানত ব্রিকস্ (এএমএ) ও মেসার্স গোলাম ছারোয়ার ব্রিকস্ (জেএসবি) এবং আবদুল ওহাব ব্রিকস্ নামের ৩টি ইটভাটা সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়। বিচ্ছিন্ন করা হয় বৈদ্যুতিক সংযোগ। অভিযান চলাকালে পাঁচটি ভেকু মেশিনের সাহায্যে ভাটার চুল্লি-চিমনি ভাঙ্গাসহ কাঁচা ইট বিনষ্ট করে দেওয়া হয়।

অভিযানে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে যৌথভাবে অংশ নেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন, ঢাকা কার্যালয়ের নির্বাহী ম্যাজিট্রেড আশিকুর রহমান, লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান এবং রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জানা যায়, উপজেলায় সর্বমোট ৫১টি ইটভাটা রয়েছে। যার সবগুলোই ফসলি জমি এবং জনাকীর্ণ বসতি এলাকায় স্থাপিত হয়েছে। এর মধ্যে যথাযথ অনুমোদন আছে মাত্র দুটি ইটভাটার। অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও মালিকরা বিভিন্ন পক্ষকে ম্যানেজ করে চলতি মৌসুমে পুরোদমে ভাটার কর্মযজ্ঞ চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, রামগতিতে ৫১টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৪৯টি ভাটা অবৈধ। সেগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। টানা ছয় দিন ধরে অভিযান চলবে। অবৈধ ভাটা ভেঙ্গে দেওয়ার পরও যাতে চালু করতে না পারে, সে জন্য অভিযান অব্যাহত থাকবে।

লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, জেলায় শতাধিক অবৈধ ইটভাটা রয়েছে। পর্যায়ক্রমে সবগুলোতে অভিযান চালানো হবে। অভিযানের প্রথম দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ৩টি ভাটা বিনষ্ট করা হয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত