মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে র্যালী আলোচনা সভা সহ নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর (সিপিপি) ৫০ বছর পূর্তি।
বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন এবং ত্রাণ মন্ত্রনালয় ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, চর আবদুল্যা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মঞ্জুর।
বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি ইন্সট্রাক্টর মো. হাসান আহাম্মেদ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এন্ড রেসকিউ ষ্টেশন কমান্ডার খোকন মজুমদার, সাংবাদিক রেজাউল হক, সিপিপি উপজেলা ডেপুটি টিম লিডার শরীফ হোসাইন।
এরপর আলেকজান্ডার কামিল মাদ্রাসায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এন্ড রেসকিউর ফায়ারম্যানরা অগ্নি নির্বাপণ, গ্যাস সিলিন্ডারে আগুন নেবানো, ভবন থেকে উদ্ধার, এক্সট্যাংগুইসারের ব্যবহার সহ নানান বিষয়ে মহড়া প্রদর্শন করেন। এ সময় অতিথিবৃন্দের উপস্থিতিতে শত শত শিক্ষার্থী আকর্ষনীয় মহড়া প্রত্যক্ষ করেন।


 
                    







 
                                     
                                     
                                     
                                    








