মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: রফিকুল ইসলামের ছয় ছেলে আর সাত মেয়ের যৌথ পরিবারের সবাই মেধাবী সন্তান। রফিকুল ইসলামের মেঝো ছেলে আমিরুল ইসলাম মঞ্জুর জন্ম মফস্বলের পাঁড়াগায়ে। সেখান থেকে চাকরীর সুবাদে নোয়াখালী কুমিল্লা ঢাকায় বসবাস। আমিরুল ইসলাম মঞ্জুর বড় ছেলে মাজহারুল ইসলাম ফাহিম। সে ২০১৬ সালে নোয়াখালী জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, ঢাকার সরকারী বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে।
সাধাারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) জেনারেল সেক্রেটারী জিএস নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম ফাহিম।
ফাহিম রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের ৮নং ওয়ার্ড আসলপাড়া গ্রামের বাসিন্দা এবং ইসলামী ব্যাংক কর্মকর্তা আমিরুল ইসলাম মঞ্জুর বড় ছেলে।
ফাহিমের বাবা আমিরুল ইসলাম মঞ্জুর জানান, ফাহিম মেধাবী, মিশুক এবং শান্ত স্বভাবের। জুলাই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফাহিম অগ্রণী ভূমিকা রাখেন। তৎকালীন সরকার তার সন্ধান পেতে তারই ছোট ভাই ফাইয়াজকে পুলিশ আটক করে ডিবি হেফাজতে নিয়ে ৩ দিন ধরে নির্যাতন চালায়। ১৭ বছর বয়সী ফাইয়াজকে কোমরে দড়িবেঁধে আদালতে তোলায় দুনিয়া ব্যাপী তোলপাড় হয়। ফাইয়াজের এ ঘটনায় তৎকালীন সময়ে জাতিসংঘ বিবৃতি দেয়। ভাইয়ের এ বিজয়ে ছোট ভাই ফাইয়াজ ভীষণ খুশী।
মাজহারুল ইসলাম ফাহিম বলেন, মহান আল্লাহর ইচ্ছায় সত্যের প্রতি অবিচল থেকে আমি হাজার হাজার ছাত্রের ভালবাসায় আজ এ ফলাফল পেয়েছি। এ ফলাফলকে বিজয় তখনই বলবো যখন যাওয়ার বেলায় সবাই বলবে সে আমাদের আমানত সঠিকভাবে রক্ষা করতে পেরেছে
গত ১৩ আগস্ট বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান এবং কমিশনের সদস্য সচিব একেএম রশিদুল আলম আনুষ্ঠানিকভাবে জাকসুর ফলাফল ঘোষনা করেন। এতে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট থেকে জিএস পদে মাজহারুল ইসলাম ফাহিম ও এজিএস ছাত্র পদে ফেরদৌস আল হাসান ও এজিএস ছাত্রী পদে আয়েশা ছিদ্দিকা মেঘলা নির্বাচিত হন। ভোটে ২৫ টি পদের ২১টিতে জয় পেয়েছে ইসলামি ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু।


















