মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: এক ভুমি দালালের তঞ্চকতা প্রতারণা ও দলিলে ঘষামাযা করে নিজ হাতে প্রকৃত জমির চাইতে বেশী লিখে দেয়ায় ঘটনায় সংঘাত, সংঘর্ষ ও উভয় পক্ষই মামলা মকদ্দমায় জর্জরিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া আবদুল মালেক নামের এ দালাল ও প্রতারকের বিরুদ্ধে রয়েছে ভূমি জালিয়াতির অসংখ্য অভিযোগ।
লক্ষ্মীপুরের রামগতি পৌর আলেকজান্ডার বাজারে চর আলেকজান্ডার মৌজার মোতাছিন লাহড়ীর একটি দোকান ভিটি নিয়ে ঘটেছে এ জাল জালিয়াতির ঘটনা।
জানা যায়, গোলাম হোসেন লাহড়ির চার ছেলে মোতাছিন, মো. বশির আহমেদ, সৈয়দ আহাং এবং আহাম্মদ উল্যাহ দোকান ভিটি গুলোর মালিক। বশির আহমদ তার সহোদর ভাই মোতাছিনকে ভুল বুঝিয়ে ০.০১২৭৫ একর দোকান ভিটির জায়গা লিখে নেন। ভুমি দালাল আবদুল মালেক দলিলে লিখে দেন ০.০১৮২৫ একর। এদিকে বশির আহমদ রেকর্ড যাছাই করার সময় দেখতে পায় যে বেশী লিখে নেয়া জমির দলিলটি সৃজন করা ভুল হয়েছে। তখন সে তার ভাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করে। বর্তমানে মামলা আদালতে চলমান রয়েছে।
এদিকে মোতাছিন তার অংশ থেকে ০.০০৪৮ একর জমি তার স্ত্রী দৌলতুন্নেছার নামে দলিল করে দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে চলে বিরোধ। সে বিরোধ গড়ায় থানা পুলিশ থেকে আদালত পর্যন্ত।
দৌলতুন নেছা জানান, ৩২ নং চর আলেকজান্ডার মৌজার দিয়ারা জরিপীয় ১০৩৪ নং খতিয়ানের ৫১৫৭, ৫১৫৮, ৫১৫৯ দাগের অন্দরে ০.০৭২৩ একর ভূমির মধ্যে বেশ কয়েকটি দোকান রয়েছে। এ দোকান ভিটিগুলো গোলাম হোসেন লাহড়ির চার ছেলে এ ভূমির মালিক। কতেক ভূমিতে মোতাছিন ও বশির আহমেদের মধ্যে বিরোধ রয়েছে। বর্তমানে এ নিয়ে থানায় মামলা করেন বশির আহমেদের স্ত্রী ফাতেমা জান্নাত। ফাতেমা ও তার নিযুক্ত প্রতিনিধি মালেকের সহায়তায় তঞ্চকতার মাধ্যমে রামগতি সাব-রেজিষ্ট্রি অফিসের ২৪/১২/২০০৮ ইং সালের রেজিষ্ট্রিকৃত ৭৭৭৮নং সাফ কবলা দলিলে ৭ নং দফায় শেষ লাইনে ঘষামাযা করে বেগম দৌলতুন্নেছা নামীয় ব্যক্তির মালিকানাধীন রামগতি এসআর অফিসের ২৪/০৮/২০১৬ তারিখের রেজিষ্ট্রিকৃত ১৬৯৪ নং কবলার ০.০০৪৮ একর ভূমি আত্নসাৎ করতে চায়। বেগম দৌলতেন্নেছার মালিকানাধীন ভূমি ১০৩৪ নং দিয়ারা খতিয়ানভূক্ত যাহার নামজারি জমাখারিজ খতিয়ান নং ২৫-৪১৭৩ যাহার দিয়ারা দাগ নং-৫১৫৯, রকম বাজার দোকান ভিটি হয়। ফাতেমা জান্নাতের প্রতিনিধি ভূমি দালাল আবদুল মালেক ৭৭৮৮ নং কবলার ৭ নং দফার শেষ লাইনে ০১ অংকটি নিজে লিখিয়া দেয়। এ নিয়ে গত ৯ আগষ্ট থানায় মীমাংশা বৈঠকে মালেকের জাল করা দলিলটি ধরা পড়ে।
পরবর্তিতে সিদ্ধান্ত হয় উভয়পক্ষের একজন করে এবং থানার নিযুক্ত নিরপেক্ষ প্রতিনিধি সহ তিনজন জেলা এসআর রেকর্ড রুমে যাছাই বাছাই করবে। তারা অফিসে যাছাই করে দেখে, ৭৭৮৮ নং দলিলে ফাতেমা জান্নাতের নিযুক্ত প্রতিনিধি আবদুল মালেক নিজ হাতে দলিলে ডিজিটালী স্ক্যান করে কলম দিয়ে শতাংশ ৮৩ তিরাশী শতাংশের স্থলে ০১ শতাংশ ৮৩ তিরাশি শতাংশ লিখিয়া দেয়ার বিষয়টি সত্য।
ভূক্তভোগী দৌলতুন নেছা আরো জানায়, আমার সরলতার সুযোগে আমার ভাসুরের স্ত্রী আমাকে ঠকানোর চেস্টা করেছে পাশাপাশি ভুমি দালাল আবদুল মালেক আমাদের মধ্যে তঞ্চকতা ও প্রতারনা এবং দলিল ঘষামাজা করে জমির পরিমাণ বাড়িয়ে লিখে বিরোধ সংঘাত, সংঘর্ষ বাঁধিয়েছে। আমি দালাল মালেকের বিচার চাই।
পৌর ৫নং ওয়ার্ডের বেপারী বাড়ির কয়ছর আহাম্মদের ছেলে ভূমি দালাল মালেকের এ জঘন্য প্রতারনার কারণে দুই পরিবারের মধ্যে ঘটেছে সংঘাত, সংঘর্ষ ও মামলা মকদ্দমা। এছাড়া মালেকের বিরুদ্ধে ভূমি অফিসের কর্মকর্তাদের সাক্ষর ও নথি জাল করার বিস্তর অভিযোগ রয়েছে। এছাড়াও একই বাড়ীর ইসমাইলদের সম্পত্তি নিয়ে বিশাল জালিয়াতি করেছেন বলে অভিযোগ করেন তারা। মালেক তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেন।
বশির আহমদের স্ত্রী ফাতেমা জান্নাত বলেন, এটা আমার স্বামীর সম্পদ। দলিলে ঠিক আছে ভলিয়মে ভুল হয়েছে।
রামগতি থানার অফিসার ইনচার্জ মো কবির হোসেন বলেন, উভয় পক্ষের আবেদনের প্রেক্ষিতে বিরোধপূর্র্ণ দোকান ভিটি নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানের চেষ্টা করছি।