৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৪:০৩ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

সহনশীল, বৈচিত্র্যময় এবং শান্তিপূর্ণ দেশ গড়তে পত্নীতলায় বৈচিত্র্যের মিলনমেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২৯, ২০২২ ১২:০৮ পূর্বাহ্ণ

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: সাংবিধানিক আকাংখার বাংলাদেশ গঠনে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার তথা একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদি চেতনা এবং শান্তিপূর্ণ বাংলাদেশে গড়ার প্রত্যয়ে পত্নীতলায় বৈচিত্র্যের মিলনমেলা অনুষ্ঠত হয়েছে। মঙ্গলবার বেসরকারী স্বেচ্ছাব্রতি সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের অনুপ্রেরণায় সৃষ্ট উপজেলা ইয়ূথ নেটওয়ার্ক এবং আন্ত:ধর্মীয় ফোরাম এর আয়োজনে উপজেলা সদর নজিপুরে জেলা পরিষদ ডাকবাংলোয় এই মিলনমেলা আয়োজন করা হয়।

বৈচিত্র্যের মিলনমেলার আহবায়ক মো. আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ পত্নীতলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল গাফ্ফার।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড. বদিউল আলম মজুমদার। মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, সুজন নওগাঁর সভাপতি মোফাজ্জল হোসেন, পত্নীতলা উপজেলা সুজন ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার সাদেক উদ্দীন আহম্মেদ, প্রভাষক অশ্বিনী রায়।

এসময় উপস্থিত ছিলেন প্রো-বনো লইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য চৌধুরী ব্রেলভীর আহম্মেদ, সুজন নওগাঁর সাধারন সম্পাদক এ.কে সাজু, সুজন পত্নীতলার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মাটিন্দর ইউপির চেয়ারম্যান সুলতান মাহমুদ, দি হাঙ্গার প্রজেক্টের নওগাঁ জেলা সমন্বয়কারী আছির উদ্দীন সহ আন্ত:ধর্মীয় ফোরাম এবং ইয়ূথ নেটওয়ার্কের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন প্রমুখ।

এসময় ড. বদিউল আলম মুজমদার শান্তিপূর্ণ পত্নীতলা উপজেলার অব্যাহত উন্নয়নধারা ত্বরান্বিত করতে একটি ঘোষণাপত্র স্বাক্ষরের উদ্যোগ নিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত অংশগ্রহণকারীগণ স্বাক্ষর করেন এবং বাংলাদেশের সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য ঘোষণা করে মহান মুক্তিযুদ্ধের উদার, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনাবোধ সমুন্নত রাখতে, নারীর অধিকার নিশ্চিত করতে, যুব সমাজকে মাদকের অপব্যবহার, জঙ্গীবাদ বা অন্যান্য অপকর্ম থেকে রক্ষা করতে সকল সরকারী, বেসরকারী, ও সামাজিক-সংস্কৃতিক-ধর্মীয় প্রতিষ্ঠানকে এই সংলাপের সাথে সম্পৃক্ত করার প্রত্যয়ে শপথ পাঠ করেন। পরে অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনা এবং আদিবাসিদের নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়।

বিকালে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকার উপস্থিত থেকে ৈেবচিত্র্যের মিলনমেলায় বিতর্ক প্রতিযোগিতা, চিঠি লিখা প্রতিযোগিতা এবং সামাজিক সম্প্রীতি অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

নান্দাইলে রোপা আমন প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

কমলনগরে সাংবাদিক পুত্র যিয়ানকে প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান

হোসেনপুরে ভোটার তালিকার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

লটকন গাছে ফাঁসি নিয়ে এক কৃষকের আত্মহত্যা

কমলনগরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর ঝুমুর ইলিশ চত্বরের সৌন্দর্য চাপা পড়ছে ব্যানার পেস্টুন ও বিলবোর্ডে

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান স্বাধীনতা দিবস পালিত

পাকুন্দিয়ায় শিক্ষক সমিতির ইফতার ও দোয়ার মাহফিল

কুলিয়ারচরে বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

রশিদাবাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন