এম তাজুল ইসলাম, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা চৌগাংগা ইউনিয়নের কিষ্টপুর গ্রামের বাসিন্দা মৃত: মঞ্জিল মিয়ার ছেলে মো. জয়নাল আবেদীন। তার শরীরের বিভিন্ন অঙ্গপতঙ্গের মাধ্যমে প্রায় ২৪ থেকে ২৫ প্রজাতির পাখির সুরে গান ও কথা বলতে পারে।
যেমন কোকিল, দোয়েল, মাঁছ রাঙ্গা, চৈতালি, বুলবুলি, কালা বাবু, শালিক, হলুদিয়া, কুটুম পাখি, ঈগল পাখি, টিয়া, শ্যামা ইত্যাদি এছাড়া যেকোন গানের সুর যেকোন মিউজিক ও বাশির সুর দিতে পারে। এছাড়া তার অনেক স্বরচিত কবিতা স্বাধীনতার গান ও ভাষার গান রয়েছে।
এব্যাপারে জয়নাল আবেদীন বলেন, আমি এছাড়া যেকোন ধরণের পাখির সুর শুনলে তার কণ্ঠ দিতে পারি। তবে কোন মানুষের কণ্ঠ দেওয়া বা নকল করা চেষ্টা করি না।