১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ১০:৪৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবকের উপর হামলা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১২:২৯ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল,‎ কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎কমলনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করার জেরে ফাজিল ব্যাপারীর হাট এলাকায় এক যুবকের উপর হামলা চালিয়ে মারাত্মক জখম করে। আহত যুবক তোরাবগঞ্জ গ্রামের আনোয়ার উল্লাহর ছেলে আরিফ (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের উদয়ন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে স্থানীয় জামালের ছেলে ইউনুস (২১) প্রতিষ্ঠানে যাতায়াতের পথে উত্যক্ত করে আসছে। এতে মেয়েটি চরম বিব্রতকর পরিস্থিতি ও মানসিকভাবে ভেঙে পড়ছিল। নিয়মিত এই ইভটিজিংয়ের দৃশ্য চোখে পড়ে স্থানীয় লোকজনের।

‎ঘটনার দিন মঙ্গলবার বিকেল বেলা বিদ্যালয় থেকে বাড়ি ফেরার অভিযুক্ত যুবক মেয়েটিকে উত্যক্ত করলে এগিয়ে এসে বাধা দেন আরিফ। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে আসলে রাকিব পালিয়ে যায়।

‎অভিযুক্ত ইউনুস ঘটনার জেরে মঙ্গলবার বিকাল ৪ টার সময় তাঁর সহোদর ভাই মোহাম্মদ রাকিবকে নিয়ে ফাজিল ব্যাপারির হাটে এলোপাতাড়ি মারধর করে আরিফের মাথা ফাটিয়ে দেয়। পরে অজ্ঞান অবস্থায় আরিফকে রাস্তায় ফেলে গেলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান। গুরুতর আহত অবস্থায় আরিফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।‎

‎অভিযুক্ত ইউনুসের বাবা জামাল বলেন, ঘটনাটি সত্য আমি নিজে উপস্থিত থেকে হাসপাতাল পাঠিয়েছি। কিন্তু ইউনুস কে ফোন করে পাওয়া যায় নাই।‎

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান এই নিয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা