মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডির সভাপতি আবদুল মোতালেবের একক আধিপত্যে নেতা কর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও খামখেয়ালিপনার কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর প্রভাব পড়বে বলে ধারণা করছেন নেতাকর্মীরা। তাই দ্রুত তার লাগাম টেনে ধরা দরকার বলে দাবি করছেন অনেকে।
জানা যায়, কমলনগর উপজেলা সৃষ্টির পর থেকে জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডি সভাপতি’র দায়িত্ব পালন করছেন আবদুল মোতালেব । দলে তার সমকক্ষ কেউ নেই মনে করে তিনি কথায় কথায় নেতাকর্মীদের সাথে খারাপ আচরণ করছেন। তার মনগড়া সিদ্ধান্ত এবং বিভিন্ন অপকর্মের বিষয়ে কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। এতে সে আরো বেপরোয়া হয়ে উঠে। ফলে এক সময়ের জেএসডি’র ঘাটি খ্যাত এ অঞ্চল এখন নেতৃত্ব শূন্য হয়ে পড়ছে। ২৫ বছর ক্ষমতার বাহিরে থাকার পরেও আ স ম রবের ভালোবাসায় যারা দলের সাথে সম্পৃক্ত ছিলেন বর্তমানে আবদুল মোতালেবের লোভ, হিংসা ও অশোভন আচরণে অনেকেই দল থেকে দুরে সরে যাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকা জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক ডাকসুর ভিপি আ স ম আবদুর রব ২০১৮ সালে বিএনপি’র সাথে জোটবদ্ধ হয়ে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ভোটে অংশ নেন। তখনকার সময় এ উপজেলায় ভোটের সকল দায়িত্ব আবদুল মোতালেব পালন করেন। দায়িত্ব পালন করতে গিয়ে বিএনপি-জামায়াতের একটি অংশের সাথে যোগাযোগ রক্ষা করলেও দলের নেতাদের তেমন একটা মূল্যায়ন করেননি তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জোটের প্রার্থী হিসেবে আ স ম আবদুর রবের নাম তালিকায় রয়েছে। সে হিসাবে আবদুল মোতালেব মনে করছেন বিএনপিসহ সকল সমমনা দলগুলোর ভোট হলে এ আসনে আ স ম রব অথবা তানিয়া রব এমপি হবেন। তাই জেএসডি’র নেতা কর্মীদের মূল্যায়ন না করলেও চলবে। এ জন্যই আবদুল মোতালেব দলের কোন নেতা কর্মীদের সাথে পরামর্শ না করে একক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে দলের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আবদুল মোতালেব মনে করছেন আগামী দিনে ভোটের মাঠে জেএসডি’র কোন নেতাকর্মীর দরকার নাই। তিনি একাই সব করতে পারবেন; এটা ভুল। এতে তিনি দলের ক্ষতি ডেকে আনছেন। এখন সে বার বার ভুল করলে তার দায়ভারতো আমরা নিব না।
কমলনগর উপজেলা যুবপরিষদর আহবায়ক মাহমুদুর রহমান বেলাল বলেন, দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং পিওনও যদি তিনি হন। তাহলে দলের অবস্থা কি হবে তাতো বুজেন। মোট কথা তিনি কাউকে বিশ্বাস করেন না। আর কথায় কথায় সবার সাথে খারাপ আচরণ করেন। এটা দলের জন্য অশনি সংকেত বলে মনে করেন তিনি।
উপজেলা জেএসডি’র সাংগঠনিক সম্পাদক ও চরমার্টিন ইউনিয়ন জেএসডির সাংগঠনিক সম্পাদক এবিএম বাবুল মুন্সি বলেন, আবদুল মোতালেবের সকল অপকর্ম কেন্দ্রীয় নেতারা অবগত। যাদের দল ; তারা সব জেনেও যদি কোন ব্যবস্থা না নেন তাহলে আমাদের আর কি করার আছে। এ জন্য আমরা এখন নিরব ভূমিকায় রয়েছি।
এবিষয়ে উপজেলা জেএসডি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার বলেন, মোতালেব স্যার কোন প্রোগ্রাম হলে শুধু হুকুম দেন। আমরা শুধু তার হুকুৃমই পালন করি। এ ছাড়া আর কিছুই জানিনা। তারপরও দল ভালো চলুক এটা আমরা চাই।
এবিষয়ে উপজেলা জেএসডির সভাপতি আবদুল মোতালেবের সাথে মুঠোফোনে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।