মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর ( লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উদ্যোগে পলিসেডে সবজি উৎপাদন প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ই জুন) বেলা ১২ ঘটিকায় ফজুমিয়ার হাট ব্লক চর কাদিরার চর পাগলা গ্রামে কৃষক ইসমাঈলের বাড়িতে অনুষ্ঠিত এ মাঠ দিবস পালিত হয়।
কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নয়ন মনি সূত্রধর জেলা প্রশিক্ষন কর্মকর্তা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর, খামারবাড়ি, লক্ষ্মীপুর।
বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা রফিক উল্লাহ মুরাদ, শিক্ষক ও সাংবাদিক মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল প্রধান শিক্ষক উত্তর পুর্ব চর জাঙ্গালীয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা আসিফ রেজা ও কৃষক কৃষাণীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে পলিসেডে সবজি উৎপাদন প্রদর্শনীর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।


 
                    







 
                                     
                                     
                                     
                                    








