৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৮:৩৩ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কুলিয়ারচরে জুলাই শহিদ ইফতি আব্দুল্লাহ’র কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৫, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান-২৪ এর শহিদ ইফতি ওরফে ইফতি আব্দুল্লাহ’র কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন উপজেলা প্রশাসন ।

মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫) সকাল পৌনে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া সামাজিক কবরস্থানে শহিদ ইফতি আব্দুল্লাহ’র কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়।

পুষ্পস্তবক অর্পণে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জ্হোরা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, জুলাই শহিদ ইফতি আব্দুল্লাহ’র মা মিনা, মামা আব্দুল হাশিম, জুলাই যোদ্ধা মোকাব্বির, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান,
উপজেলা তথ্য (আপা) কর্মকর্তা শিউলি আক্তার, উপজেলা খাদ্য গুদাম পরিদর্শক নাজমুল হোসেন মুকুল, সালুয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বকুল, সালুয়া ইউপি সদস্য মীর মো. সৈয়দ আলী ও মো. মাসুমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

জানা যায়, কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামের মো. ইউনুছ সরদারের ছেলে ইফতি ওরফে ইফতি আব্দুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানে ১৯ জুলাই ২০২৪ তারিখে ঢাকার বনশ্রী রামপুরায় শাহাদাত বরণ করেন। গত ৩১ আগস্ট ২০০৮ সালে মা মিনা’র গর্ভে তার জন্ম হয়েছিল।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ ইফতি আব্দুল্লাহসহ সকল জুলাই শহীদদের ও আহতদের স্বরণে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম (ভারপ্রাপ্ত) মুযযাম্মিল হোসাইন।

সর্বশেষ - Uncategorized