মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশারগঞ্জ) প্রতিনিধি: ৬ষ্ঠ ধাপে কিশারগঞ্জর কুলিয়ারচর ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আলাল উদ্দিন নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো জয়লাভ করেন।
সোমবার (৩১ জানুয়ারি) রাত ৮ টায় কুলিয়ারচর উপজেলা পরিষদ কার্যালয়ে বেসরকারি প্রাথমিক ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।
এতে নৌকা প্রতীক নিয়ে আলহাজ্ব আলাল উদ্দিন ৮ হাজার ৪২৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল মাসুদ ঘোড়া প্রতীক নিয়ে ৬ হাজার ৪২৪ ভোট পেয়েছেন। ২,০০৩ ভোট বেশি পেয়ে নৌকা প্রতীকে আলহাজ্ব আলাল উদ্দিন জয় লাভ করেন। এছাড়া মোটর সাইকেল প্রতীক নিয়ে আদিলুজ্জামান খাঁন পেয়েছেন ৪১৪ ভোট, টেলিফোন প্রতীকে নিয়ে মোঃ ইসমাইল খাঁন পেয়েছেন ৯২৪ ভোট, মো. জসীম উদ্দিন খাঁন আনারস প্রতীকে পেয়েছেন ৬৭ ভোট, মো. রুবেল মিয়া হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৭৩ ভোট, মো. সৌরভ আহম্মেদ চশমা প্রতীকে পেয়েছেন ২৭২ ভোট ও বেনজীর আহাম্মদ টেবিল ফ্যান প্রতীক পেয়েছেন ১০১ ভোট।
উল্লখ্য, এর আগে ৩য় ধাপে ব্যালট অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলার ৫ ইউপিতেই নৌকার প্রার্থীরা জয়লাভ করেন ।


 
                    







 
                                     
                                     
                                    








