মুঞ্জুরুলহক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বছরের প্রথম দিনে সারা দেশের মতো কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়ও প্রাথমিকের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। যদিও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন হওয়ায় এবার বই উৎসব পালন করা হয়নি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ শুরু হয়। প্রাথমিক ও ষষ্ঠ-অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থীরা প্রথম দিনই সব বই হাতে পেয়েছে।
তবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এবার হাতে কোনো বই পায়নি। বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে খুদে শিক্ষার্থীরা।
উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন খান ভূঁইয়া বলেন, ‘এ উপজেলায় ১৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০৬টি বেসরকারি (কিন্ডারগার্টেন) প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এতে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ২৭ হাজার ৩৩২ জন।


















