৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ১২:৫০ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

নান্দাইলে মাদ্রাসা ছাত্রছাত্রীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে মানবন্ধনব

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ৮, ২০২১ ১১:৪৮ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে সোমবার (৮ই নভেম্বর) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী নিজেদের নিরাপত্তা চেয়ে এবং হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সকাল ১১টার দিকে মাদ্রাসা চত্বর থেকে ছাত্রছাত্রীরা এক বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বঙ্গবাজার প্রদক্ষিন শেষে মাদ্রাসার সামনে শান্তিপুর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ যোগদান করে।

প্রতিবাদ সমাবেশে ছাত্রছাত্রীরা মাদ্রাসার বর্তমান গর্ভণিং বডির এক সদস্যের পদ ত্যাগ দাবী করে। এছাড়া ছাত্র-ছাত্রীরা আরও জানায় যে, উক্ত গর্ভনিং বডির সদস্যের উস্কানীতেই বহিরাগত ব্যক্তি মোনায়েম, পলাশ, সিরাজুল ও নজরুল সহ অজ্ঞাত ১৪/১৫জন যুবক মাদ্রাসা চলাকালীন শ্রেণীকক্ষে ঢুকে ছাত্র-ছাত্রীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে।

এতে মাদ্রাসার দাখিল শ্রেণীর ছাত্রী ইয়াহিয়া, শফিকুল ইসলাম, ৯ম শ্রেণীর ছাত্র আবু জাহেদ গুরুতর আহত হলে তাদেরকে নান্দাইল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া এই হামলার ঘটনায় মাদ্রাসার ছাত্রী সাদিয়াতুল জান্নাহ, সাওদা আক্তার, মাদ্রাসার দপ্তরী হুমায়ূন সহ আরো অনেকেই আহত হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা ছাত্রলীগের প্রস্তাবিত সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক স্মপাদক ফয়সাল আহম্মেদ শান্ত, দাখিল পরীক্ষার্থী শফিকুল ইসলাম, ছাত্রী সাহিদা, সাদিয়া আক্তার সহ অনেকেই। বক্তারা বহিরাগত দূস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

এবিষয়ে নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহিম সাহেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বিচার দাবী করেছেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা