মো. মুঞ্জুরুল হক মুঞ্জ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের অভিযানে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো পৌর সদর কুড়তলা গ্রামের মৃত মুসলিউদ্দিন মেম্বারের ছেলে হযরত আলী (৫০), ঝাউগারচর গ্রামের পন্ডিত মিয়ার ছেলে আলাল লালু, মির্জাপুর গ্রামের মৃত লালমিয়ার ছেলে ছোটন (৩৫)।
শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কোর্টে প্রেরণ করেছে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু সততা নিশ্চিত করে বলেন আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।