মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান। ২০ জুলাই বুধবার কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করা হয়।
পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে নব্য পদন্নতি প্রাপ্ত) মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহানের হাতে শ্রেষ্ঠত্বের ক্রেষ্ট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি অনির্বান চৌধুরী প্রমূখ।



















