মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলার মানুষ এবার ইসলামকেই রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়— উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, আমরা অনেক তন্ত্র মন্ত্র দেখেছি, অনেক রাজনৈতিক নেতার নেতৃত্ব দেখেছি, অনেক দলের আদর্শও আমরা দেখেছি । কিন্তু আজ দেশের মানুষ ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার। তাই সময় এসেছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে জনমানুষের আন্দোলনে রূপ দেওয়ার।
রবিবার (২৬ অক্টোবর, ২০২৫) বিকেল সোয়া পাঁচটায় কিশোরগঞ্জের কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস কুলিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি নাসিরুদ্দীন রাহমানী এর সভাপতিত্বে এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর বলেন, বাংলার প্রাণকেন্দ্র ঢাকার শহরে মূর্তি বানানোর পায়তারা করছিলো ঠিক তখনই মূর্তির শহর বানানোর বিরুদ্ধে প্রতিবাদ করার অপরাধে আমার বিরুদ্ধে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা হিন্দুবাদী, উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশের ইসলাম ও আলেম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছিলো। তারা তাদের সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমার বিরুদ্ধে জুলুম এবং স্ট্রিম রোলার চালিয়ে ছিলো। সে সময়ে বাংলাদেশের মানুষ তখন আমার পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে আপনাদের কুলিয়ারচরে মানুষ। যাদেরকে আমরা ভালোবাসি, যাদের সাথে আমাদের সম্পর্ক ইমানের ভিত্তিতে আর ভাতৃত্বে। সেই কুলিয়ারচরের জনতা বিক্ষোভ মিছিল করেছে আমার বিরুদ্ধে আক্রমণ পরিচালনা ও গ্রেফতারের প্রতিবাদ করতে গিয়ে প্রায় অর্ধশত জন ভাইয়েরা গ্রেফতার হয়েছিলেন। তারা জুলুম নির্যাতন এবং কারা নির্যাতন ভোগ করেছেন। ওদের সকলের আমি আমার আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি।
আমীর বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পরে ৭২ এর বাংলাদেশে বিজয়কে ছিনতাই করে অন্য আরেকটি দেশকে উপহার হিসেবে দেয়া হয়েছিলো। ঠিক তদ্রূপ আজ ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর যখন একটি নতুন বাংলাদেশ গড়বার জন্য জুলাই বিপ্লবের সকল অংশীজনরা আজ ঐক্যবদ্ধ। ঠিক তখনি আবার ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে। জুলাই বিপ্লবের সনদকে অকার্যকর করে আবার ৭২ এর বাকশাল ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নেয়ার জন্য।
মামুনুল হক বলেন, আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ আর কোনোদিন বাকশাল ৭২ এ ফিরে যেতে দেবো না ইনশাল্লাহ । আর এরজন্য প্রয়োজন জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশকে এবার নতুন বাংলাদেশ গড়বার নতুন রাজনৈতিক বন্দোবস্ত উপহার দেয়ার।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, যে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার প্রত্যয় নিয়ে আমাদের দামাল ছেলেরা জুলাই বিপ্লবে অকাতরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই বৈষম্যহীন সমাজ গড়তে হলে একমাত্র ব্যবস্থা আল্লাহ প্রদত্ত খেলাফতের রাজনীতি বাস্তবায়ন করতে হবে।
তাই আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের ভৈরব-কুলিয়ারচর অঞ্চলে আপনাদের জননন্দিত, কারা নির্যাতিত নেতা প্রায় দেড় বছর কারাগারের রুমম্যাট, আমার অন্তরঙ্গ সাথী জাতীয় নেতা মাওলানা আতাউল্লাহ আমীন যদি আপনাদের নেতৃত্ব দেয়ার সুযোগ পায়। আমরা দায়িত্ব গ্রহণ করে বলছি ইনশাআল্লাহ ভৈরব-কুলিয়ারচর শুধু নয় বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য আমাদের প্রতীক মেহনতি মানুষের প্রতীক, ঘাম ঝরানো কৃষক শ্রমিক জনতার প্রিয় প্রতীক রিকশা মার্কা আপনাদের সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে পরিচালিত করতে চায়।
তিনি বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, অঙ্গিকার করছি ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস দেশ এবং ইসলামের বিরুদ্ধে পরিচালিত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যেকোনো ষড়যন্ত্রকে বুকের রক্ত দিয়ে হলেও মোকাবিলা করবো ইনশাআল্লাহ।
উক্ত গণ সমাবেশে বক্তারা জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ, আসন্ন জাতীয় নির্বাচনে নির্বাচনকালীন সরকারের অধীনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি এবং খেলাফত প্রতিষ্ঠার আহ্বান জানান।
গণ সমাবেশে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করীম, সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমীন, বাংলাদেশ খেলাফত মজলিস কুলিয়ারচর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার, উপদেষ্টা মাওলানা আস-আদুল্লাহ, আলহাজ্ব হাফেজ আমিরুদ্দীন খান, মুফতি আব্দুল কাইয়ুম খান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মুজিবুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মুফতি ইনামুল হক মাহফুজ, মাওলানা আহমদ আলী, মাওলানা কাসেমী ও মুফতি নাজমুল ইসলাম।
সমাবেশে উপজেলার বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও জমিয়তে ইসলামের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতা-কর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। উক্ত গণ সমাবেশে বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুনুল হক।


















