৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:২৪ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

বাজিতপুরে আইনজীবী সমিতির নির্বাচনে পুনঃ নির্বাচিত সভাপতি, ফাত্তাহ সম্পাদক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ

ইফরানুল হক সেতু, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর দেওয়ানী চৌকি আদালতের আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৮ জন, যার মধ্যে ৭৬টি ভোট কাস্ট হয়েছে। সভাপতি পদে ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট আ. ই. মোহাম্মদ ঈসমাইল সাকের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. আব্দুর রহিম রেজু পেয়েছেন ২৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ তৌহিদ ফাত্তাহ। তিনি পেয়েছেন ৪৯ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট কালি কিংকর বসাক পেয়েছেন ২৭ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি: অ্যাডভোকেট মো. জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট জহির উদ্দিন মো. সাব্বির, কোষাধ্যক্ষ: অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সুমন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: অ্যাডভোকেট বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক: অ্যাডভোকেট মো. মিরাজ হোসেন ,সদস্য: অ্যাডভোকেট মো. কায়েস মিয়া ও অ্যাডভোকেট ধীরেন্দ্র চন্দ্র দাস নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট মোস্তফা রাগিব হাসান।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা