মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন এসএম শান্তুনু চৌধুরী।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তিনি নতুন এ কর্মস্থলে যোগদান করেন।
এর আগে তিনি বিদেশে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ছিলেন। সেখানে শিক্ষা কোর্স শেষ করে দেশে ফেরার পর জনপ্রশাসন মন্ত্রনালয় তাকে লক্ষ্মীপুরে জেলার মেঘনা নদী তীরের পলি বিধৌত অপরুপ এলাকা রামগতিতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করেন।
যোগদান করে তিনি তার প্রতিক্রিয়ায় জানান, এ এলাকার মানুষের সুখ দু:খের সারথি হয়ে কাজ করে যেতে চাই। শুনেছি সুস্বাদু ইলিশের বসতি এ প্রিয় রামগতি। এখানে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। বৃহত্তর নোয়াখালীর শস্য ভান্ডারকে সমৃদ্ধ করে একটি সুখী অঞ্চল হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।