১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৯:০১ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. ঢাকা
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নেত্রকোনা জেলা
  11. নোয়াখালী জেলা
  12. ফরিদগঞ্জ
  13. ফেনী জেলা
  14. বিনোদন
  15. ভোলা জেলা

রামগতিতে পর্যটক আকর্ষণে উপজেলা নির্বাহী অফিসারের শৈল্পিক উদ্যোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১৮, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: রামগতি আর মেঘনা নদী এ যেন মহান সৃষ্টিকর্তার এক অপূর্ব সম্মিলন। সাথে যোগ হয়েছে সায়েন বাঁধা ঘাটের নান্দনিক নদীবাঁধের “মেঘনা সী বীচ”। প্রায় পাঁচ কিলোমিটারের নির্মিত টেকসই বেড়িবাঁধ যা হয়ে উঠেছে লাখো পর্যটকের শ্রান্তি বিনোদনের অন্যতম স্থান। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত ঘুরতে আসে লাখো পর্যটক।

পর্যটকদের আকর্ষণে উপজেলা পরিষদ ও প্রশাসন নানান প্রকল্প ও সাহসী উদ্যোগ বাস্তবায়ন করেছে। তারমধ্যে রয়েছে টুরিস্ট আমব্রেলা, বেঞ্চ, আড়াই কিলোমিটার এলাকায় ঝাউবিথী নির্মাণ। সেই সাথে এবার যোগ হয়েছে উপজেলা পরিষদে ব্লক ইট দিয়ে বাঁধানো সড়ক ও সড়কের দুইধারে সৌন্দয্যবর্ধক গাছ এবং পরিষদের ক্যাম্পাস এলাকায় সাজানো গোছানো ফুলের বাগান। পরিষদ ভবনের চারপাশের সড়কে সাজানো রয়েছে ফুলের বাগান। এ সমস্ত স্থাপনা ও ফুলের বাগান টুরিস্টদের করেছে আকর্ষণ। প্রতিনিয়ত দেশ দেশান্তর থেকে টুরিস্টরা এসে ফুলের বাগানে দাঁড়িয়ে কিংবা মেঘনা সী বীচে তুলছেন ছবি আর উপভোগ করছেন বঙ্গোপসাগরের হিমেল হাওয়া ও মেঘনার রূপালী ইলিশ ধরার অপরূপ দৃশ্য। সন্ধ্যার সূর্য্য ডোবার মূহূর্ত্য আরো মাতিয়ে তোলে পর্যটকদের।

সবচেয়ে প্রশংসনীয় ও দূরদর্শী ভূমিকা পালন করেছেন ৫ আগস্ট পরবর্তি রাজনৈতিক টালমাটাল সময়ে। পৌর মেয়র মেজবাহ উদ্দিন পালিয়ে গেলে তিনি দায়িত্ব পান পৌর প্রশাসকের, উপজেলা চেয়ারম্যানের পদ স্থগিত করলে সেই দায়িত্বও পান তিনি। একই সাথে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বের সাথে তিনি নিষ্ঠা ও দক্ষতার সাথে পরিচালনা করেন তিনটি দপ্তর। অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করেন গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলো। পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে দক্ষতার সাথে চালিয়ে যান উন্নয়ন কাজ সমূহ। অনেক উপজেলার উন্নয়ন কাজ থমকে গেলেও রামগতি উপজেলায় বন্ধ হয়নি বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো। যার মধ্যে রয়েছে স্ট্রীট সোলার, প্রায় শতকোটি টাকার রামগতি পৌরসভার পানি সরবরাহ প্রকল্প, গার্বেজ স্টেশন নির্মাণ, পৌর অভ্যন্তরে সড়ক ও ড্রেন নির্মাণ কাজ। পৌর কার্যালয়ে বন্দি থাকা ময়লার ডাস্টবিনগুলো স্থাপন করার ব্যবস্থা করেন পৌর অভ্যন্তরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ও পৌরসভার কয়েকটি বাজারে।

অন্যদিকে কয়েকজন চেয়ারম্যান পালিয়ে গেলেও উপজেলার ৮টি ইউনিয়নের চলমান উন্নয়ন প্রকল্প সমূহ সামান্য সময়ের জন্য থামেনি তার যোগ্যতা ও দক্ষতায়। এ কারণে তিনি প্রশংসিত হয়েছেন উপজেলার সকল মহলে।

এসকল কাজের অন্যতম কারিগর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন। যার সাহসী, দূরদর্শী ও শৈল্পিক চিন্তার ফসল এসকল কর্মযজ্ঞ।

প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন বলেন, জেলা প্রশাসনের দিকনির্দশনায় ও রাজনৈতিক দলগুলোর অকৃত্রিম সহযোগীতায়, স্থানীয় সুশীল সমাজের সৌহাদ্যপূর্ণ আচরণ আমাকে দায়িত্ব পালনে নিবিড়ভাবে অনুপ্রাণিত করেছে। যতদূর সম্ভব নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং সকলের নিকট কৃতজ্ঞ।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জ ঔষুধ প্রতিনিধিদের সাথে ফাতেমা হসপিটালের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে দায়রা জজ আদালতের পিপি অ্যাড. মো. জালাল উদ্দিন

নান্দাইলে চন্ডীপাশা ইউনিয়নে তৃণমূল বর্ধিত সভার মাধ্যমে নৌকার প্রার্থী বাছাই

ফলোআপ: রামগতিতে বহুল আলোচিত মাষ্টার জবিউল হোসেন হত্যা মামলার রায় আগামীকাল

রামগতিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আনসার মহাপরিচালক পক্ষ থেকে বস্ত্র সামগ্রী বিতরণ

রামগতিতে সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগ নেতা মারুফ নিহত

কমলনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন সম্পন্ন

পাকুন্দিয়ায় দুই বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা

নান্দাইলে বেগম রোকেয়া দিবস পালিত ৫ জয়িতাকে পদক প্রদান

রামগতির চর নেয়ামত সপ্রাবির প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানান অভিযোগ