মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির বিভিন্ন ইউনিয়ন পরিষদ পাবলিক লাইব্রেরি কর্তৃক আয়োজিত বুক রিভিউ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা হল রুমে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জন্টু বিকাশ চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, উপজেলা প্রকৌশলী স্নেহাল রায়, সমবায় কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, আলেকজান্ডার ইউপি চেয়াারম্যান শামীম আব্বাস সুমন, বড়খেরী প্যানেল চেয়ারম্যমান মিজানুর রহমান, চর গাজী প্যানেল চেয়ারম্যান, বিবিরহাট রশীদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে জেলা প্রশাসক রামগতি পৌরসভার পাবলিক লাইব্রেরী উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন।