মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদ্যাপন উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, ম্যারাথন দৌড় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারী) সকালে পৌর আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারী কলেজ মাঠে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে ও পিকেএসএফ’এর সার্বিক সহযোগীতায় এ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চরমেহার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ার মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবু সায়েদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের নোয়াখালী লিগ্যাল এ্যাফেয়ার্স এন্ড ট্রেনিং ম্যানেজার বাবুল হোসেন, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের নোয়াখালীর চরমটুয়া ইউসি মো. নাছিম উদ্দিন, কর্মসূচী সমন্বয়ক মো. রুবেল, টুমচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত দাস, সহকারী শিক্ষক ফরহাদ হোসেন, মধ্য চরদরবেশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুলের কয়েক শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগীতায় অংশ নেয়। পরে প্রতিযোগীতায় বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


















