মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি পৌর ৯নং ওয়ার্ডে ব্যারিস্টার ইব্রাহিম খলিল সোহেলের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় করা মামলাটি অধিকতর তদন্তে সিআইডিতে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে ঘটনাস্থল তদন্তে আসে সিআইডি টিম। টিমের নেতৃত্বে ছিলেন সিআইডি ইন্সপেক্টর মো. সফিকুল ইসলাম পিপিএম। সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
ঘটনাস্থল তদন্ত ও আলামত সংগ্রহ শেষে সিআইডি ইন্সপেক্টর মো. সফিকুল ইসলাম পিপিএম বলেন, আমরা তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। অধিকতর তদন্তের স্বার্থে কিছু আসবাব ও মালামাল জব্দ করেছি। আশারাখি আমরা এ ঘটনার ক্লু ও খোয়া যাওয়া মালামাল এবং দলিল দস্তাবেজ উদ্ধার করতে পারব।
ঢাকায় সুপ্রিমকোর্টে আইন পেশায় কর্মরত ব্যারিস্টার ইব্রাহিম খলিল বলেন, আমি আশারাখি সিআইডি টিম তাদের দক্ষ পেশাদারিত্ব দিয়ে ঘটনার রহস্য উদঘাটন ও খোয়া যাওয়া মালামাল এবং দলিল দস্তাবেজ উদ্ধার করতে পারবে।
উল্লেখ্য যে, শনিবার (৯ আগস্ট) রাতে পৌরসভার দিশারী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরে থাকা লোহার আলমিরা, লকার, কয়েকটি ওয়ারড্রোব, শোকেইচ ভেঙ্গে বাড়ীর জায়গা জমির মূল্যবান দলিল দস্তাবেজ, প্রয়োজনীয় কাগজপত্র, লকারে থাকা স্বর্ণালংকার, ১টি ৪৮ ইঞ্চি এলইডি টিভি ও সোলারের ব্যাটারী নিয়ে পালিয়ে যায় ডাকাতদল।
ব্যারিস্টার ইব্রাহিম খলিল সোহেল দিশারী বাড়ীর মরহুম আবদুল খালেকের ছেলে। তিনি সুপ্রিমকোর্টে সিনিয়র আইনজীবি হিসেবে কর্মরত রয়েছেন।


















