মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর দশমী বিহিত পুজা সমাপান্তে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সার্বজনীন এ পুজা। ধরাধামকে অসুরের অমঙ্গল থেকে পরিত্রাণ করে শান্তিময় করতে দেবী দুর্গা এবার গজে আগমন করে দোলায় চড়ে গমন করেন। লক্ষ্মীপুরের রামগতিতে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ও পরমানন্দময় মহামিলনের সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাপুজার এ মাঙ্গলিক উৎসবের আয়োজন করা হয়েছে এবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২ টি পুজামন্ডপে।
পৌরসভার ১নং ওয়ার্ডের পৌর জমিদারহাট বাজারে শ্রী রামঠাকুরাঙ্গণে, বুড়াকর্তার আশ্রমে, চরসেকান্দর মহাজন বাড়ীর দরজায়, সাহাপাড়া ত্রি-শুলধারিনী, পৌর আলেকজান্ডার বাজারের পাশে মহাপ্রভু সেবাশ্রমে ও রূহিদাস সেবাশ্রমে দুর্গাপুজা অনুষ্ঠিত হয়। এছাড়া চররমিজ ইউনিয়ন, বড়খেরী ও চরগাজী ইউনিয়নের ৬টি সহ মোট ১২টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হয়েছে।
সরজমিন, জেএসডির নেত্রী আ স ম আবদুর রবের সহধর্মীণী তানিয়া রব, বিএনপি’র সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান, জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী এআর হাফিজ উল্যাহ, ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. শাহাদাত হোসেন ও মেয়র প্রার্থী মাওলানা আবুল খায়ের সহ নেতাকর্মীরা, ব্যক্তি পর্যায়ে পৌর ৬নং ওয়ার্ডের বাসিন্দা বিশিস্ট ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম মিয়ার মেয়ে হাজী বিবি ফাতেমা ঝুমু সহ বিভিন্ন সামাজিক সংগঠন মন্দির পরিদর্শন করে মন্দির কমিটির হাতে শুভেচ্ছা উপহার তুলে দিয়ে সম্প্রীতির বন্ধন আরো অটুট করতে দেখা গেছে। হাজী ফাতেমা ঝুমু পৌর সবকটি মন্দিরে নগদ অর্থ উপহারের পাশাপাশি সনাতন সম্প্রদায়ের দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করেছেন।
এবিষয়ে পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু সমীর মজুমদার জানান, সকলের সহয়োগীতায় আমরা আশারাখি শান্তি শৃংখলার সহিত সুন্দর ভাবে পুজা অর্চনা ও আনন্দের এ আয়োজন সুন্দরভাবে সমাপ্ত করতে পেরে সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
রামগতি থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, আইন শৃংখলা ও নিরাপত্তায় আমরা সর্বাত্নক প্রস্তুতি গ্রহন করেছি ও নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। প্রত্যেকটি মন্দিরে আমাদের টিম রয়েছে পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছে। সকলের সহযোগীতায় অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে আনন্দমূখর পরিবেশে শ্রী শ্রী দুর্গাপুজার অনুষ্ঠান সমূহ সমাপ্ত হওয়ায় আমরা খুশী।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন বলেন, ২/৩ টি মন্দিরে প্রবেশের রাস্তার যে সমস্যা ছিল আমরা জরুরী ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা করেছি। উপজেলার প্রতিটি মন্দিরে সুন্দরভাবে পুজার আচার অনুষ্ঠানাধি সম্পন্ন করতে আমাদের প্রশাসন ও যৌথ বাহিনীর পক্ষ থেকে সর্বাাতœক সহযোগীতা করেছে এবং সকলের সহযোগীতা, কঠোরভাবে আইন-শৃংখলা রক্ষা ও নিরাপত্তা বলয়ের কারণে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে পুজা সম্পন্ন হয়েছে।
২৮ সেপ্টেম্বর রবিবার দুর্গাদেবীর ষষ্ঠাধি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহীত পুজার প্রশস্তা সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রন ও অধিবাস দিয়ে পুজা শুরু হয়ে ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর বিহীত পুজা সমাপান্তে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাপুজা।