১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:২৮ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কমলনগরে মেঘনার ঢেউয়ে ভেসে যাওয়া জনজীবন আজ বিপর্যস্ত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ৩১, ২০২২ ১০:৩২ অপরাহ্ণ

আনোয়ার হোসেন, কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদাতা: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি, সাহেবেরহাট, চর ফলকন, পাটওয়ারীহাট ও রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের মানুষ হেরে যাচ্ছে সর্বনাশা মেঘনা নদীর কাছে। শত মানুষের বসবাস এই নদীর ধারে। বর্ষা বা বসন্ত নেই একটু সুযোগ পেলেই তছনছ করে দেয় সাধারণ মানুষের বাড়িঘর। নদীর পাশে যারা তির রক্ষাবাধ হবে অপেক্ষায় অধির আগ্রহে মাথা গোজার ঠাই করে বসে আছে আজ তাদেরই জীবন হয়ে উঠেছে দুর্বিসহ ।

এই সকল এলাকায় যাদের বাস, তারা নিতান্তই দিন মজুর ও খেটে খাওয়া মানুষ। কোন রকমে দিন আনে দিন খায়। অত্যন্ত কষ্ট করে কোন মতে খাবার টুকু জোগার হলেও নেই তাদের রাতের ঘুমের শান্তি । ঘুমের মধ্যে চমকে উঠে ভাবে এই বুঝি আমার ঘরটা নদী গর্ভে বিলিন হয়ে যাবে ।

সর্বনাশা মেঘনা কখন যে কিরুপ ধারণ করে বুঝাই মুশকিল । এই ছলনাময়ী কল্পনাময়ী ও বহুরুপী ভোগবিলাসী মেঘনা নদী। বারংবার বিদ্যুতের গতিতে আসে রাক্ষসী ঢেউ নিয়ে । সেই ঢেউয়ে ভেসে চলে যাওয়া জনজীবন আজ বিপর্যস্ত।

দিন দিন নদীর ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে । দ্রুত বাধের কাজ সম্পন্ন করা না হলে কমলনগর-রামগতির মানচিত্র থেকে অচিরেই মুছে যাবে চরকালকিনি, সাহেবেরহাট, চরফলকন, পাটওয়ারীহাট এবং চর আলেকজান্ডার সহ বিস্তির্ন অঞ্চল। তাই অতি দ্রুত বাধের কাজ সম্পন্ন করে মেঘনার কড়াল গ্রাস থেকে জনজীবন রক্ষার জন্য উর্ধতন মহলের প্রতি দৃষ্টি কামনা করছি।

সর্বশেষ - কমলনগর উপজেলা