মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও আ স ম আবদুর রবের সহধর্মীণী তানিয়া রব।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০ ঘটিকায় রামগতি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাচন অফিসার খালেদ মোহাম্মদ হাফিজ উল্যাহর কাছ থেকে তানিয়া রবের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা জেএসডি সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক পরিষদের সভাপতি আবদুল্যাহ আল নোমান, যুবপরিষদ নেতা বাছেত, কমলনগর যুব পরিষদের সভাপতি মাহমুদুর রহমান, কমলনগর জেএসডি নেতা আমিমুল ইসলাম রিয়াজ, কমলনগর উপজেলা যুব পরিষদের সাধারণ সম্পাদক খোকন সহ দুই উপজেলার নেতৃবৃন্দ।
এসময় প্রতিক্রিয়ায় কমলনগর উপজেলা জেএসডি সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব বলেন, আমাদের প্রিয় নেত্রী তানিয়া রব ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনের সম্মুখযোদ্ধা। আগামী দিনে একটি চাঁদাবাজ, সন্ত্রাস, ভয়মুক্ত রামগতি গড়ার লক্ষ্যে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। আমরা আশারাখি জনতার রায়ে মহান আল্লাহতায়ালা তানিয়া রবকে নির্বাচিত করলে মেঘনার ভাঙ্গণরোধে নান্দনিক বহুমূখী বেড়িবাঁধ নির্মানের মাধ্যমে আগামীর টেকসই পর্যটন বান্ধব একটি সুখি রামগতি-কমলনগর গড়ে তুলতে পারবেন।
এ পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তানিয়া রবসহ তিনজন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম ক্রয় করেছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শরাফ উদ্দিন আজাদ সোহেল এবং কমলনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতিকের মনোনীত প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্যাহ।


















