১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:৩৩ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

হোসেনপুরে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহ বধূর মৃত্যু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ

মো. জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎ স্পৃৃষ্টে নুরুন্নাহার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত উপজেলার সিদলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের টানসিদলা গ্রামের মো. সোহেল মিয়া স্ত্রী ও আমির হামজা নামের তিন বছর বয়সের এক ছেলে সন্তানের জননী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (১ আগস্ট)সকাল ১০টার দিকে পুকুরে থালা-বাসন ধৌত করতে গিয়ে বিদ্যুতায়িত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ওই গৃহবধূ প্রতিদিনের মত বাড়ির পাশে সাইদ পাগলার পুকুরের পানিতে থালা-বাসন ধৌত করতে গেলে তিনি বিদ্যুতায়িত হলে পকুরের পানিতে পড়ে থাকে; পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কর্তব্যরত চিকিৎসক জানায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হয়; কৃষি সেচ কাজের জন্য মটর দিয়ে পানি তোলার সময় মটরের বৈদ্যুতিক তারের লিকেজে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে ছিল।

সর্বশেষ - কমলনগর উপজেলা