২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:৪৪ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. ঢাকা
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নেত্রকোনা জেলা
  11. নোয়াখালী জেলা
  12. ফরিদগঞ্জ
  13. ফেনী জেলা
  14. বিনোদন
  15. ভোলা জেলা

৪ মাসেও সৌদি প্রবাসীর লাশ দেশে আসেনি কমলনগরে স্বজনদের আহাজারি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ৬, ২০২২ ১১:২৩ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: সৌদি আরবের একটি ছাগলের খামারে নিহত বাংলাদেশী যুবক আবদুর রহমানের লাশ চার মাসেও দেশে আনা সম্ভব হয়নি। কবে ছেলের মরদেহ দেশে আসবে জানেনা মা-বাবা ও স্বজনরা। লাশ ফিরে পেতে তারা মাসের পর মাস আহাজারি করে যাচ্ছেন।

আবদুর রহমান সৌদি আরবের রিয়াদ শহরের নিকটতম আল হারমোলিয়াহ এলাকায় একটি ছাগলের খামারে কাজ করতো। পরিবারের দাবী মালিক পক্ষের লোকেরা রহমানকে নির্যাতন করে হত্যা করে। গত ১মে ওই দেশের পুলিশ নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করে। লাশ বর্তমানে সৌদির একটি হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত আবদুর রহমান লক্ষ্মীপুরের জেলার কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের বাসিন্দা মো. হানিফের ছেলে।

সোমবার নিহত রহমানের ছোট বোনের স্বামী সৌদি প্রবাসী মো. ইউছুফ মোবাইল ফোনে জানায়, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে, লাশ দেশে পাঠাতে কয়েক বার সৌদি দূতাবাসে যোগাযোগ করেছেন। কিন্তু দূতাবাস থেকে মৃত্যুর কারণ নির্ণয়ে ও লাশ দেশে পাঠাতে ভালো সহযোগিতা পাচ্ছেন না। সৌদি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ তাকে জানিয়েছে রহমানের মৃত্যুর প্রতিবেদন বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়েছে। কিন্তু দূতাবাস থেকে কিছুই জানা যায়নি।

নিহত রহমানের বাড়িতে গিয়ে দেখা গেছে মা-বাবা আহজারি করছেন। তারা যে কোন ভাবে ছেলের লাশ দেশে আনতে চান, ছেলে হত্যার বিচারের দাবি করেন। তারা সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা চান।

পরিবারের লোকজন জানায় গত ১মে সৌদি আরবের পুলিশ রহমানের রক্তাক্ত লাশ তার কর্মস্থল থেকে উদ্ধার করে। লাশ উদ্ধারের ৫ দিন পর সে খবর জানতে পারে পরিবার।

সৌদি আরবে অবস্থানরত স্বজনদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানায়, আবদুর রহমানকে খুন করে তার লাশ রাস্তার পাশে ফেলে রেখে গাড়ি চাপায় মৃত্যু হয়েছে বলে প্রচার করে মালিকপক্ষ। তবে এ

ঘটনায় পুলিশ এক সৌদি নাগরিক ও একজন সুদানি নাগরিককে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে বলেও জানান নিহতের পরিবার।

নিহতের মা লাকী বেগম জানায়, সুদানি সহকর্মীদের সঙ্গে তার প্রায় ঝগড়া হতো। সৌদি আরবে ঈদের আগের দিন বিকেলে ছেলের সঙ্গে কথা হচ্ছিল। কথা বলার সময় হঠাৎ আবদুর রহমান চিৎকার দিয়ে বলে উঠে মা আজরাইল আসে। এরপর থেকে ফোন দিয়েও তাকে আর পাওয়া যায়নি। পরে মেয়ে জামাই ইউছুফকে ঘটনাস্থলে পাঠালে সে জানায় আবদুর রহমানের সঙ্গে সুদানি এক সহকর্মীর ঝগড়া হয়েছিল। ঝগড়ার একদিন পর রহমানের রক্তাক্ত লাশ পাওয়া যায়। পরে ইউছুফ স্থানীয় হাসপাতালের মর্গে গিয়ে তার লাশ দেখে আসে।

এঘটনায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানায়, নিহত রহমানের মৃত্যুর প্রকৃত ঘটনা জানতে ও লাশ দেশে আনতে পরিবার তার নিকট আবেদন করেছিল। তিনি সে আবেদন জেলা প্রশাসককে জানিয়েছেন।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় নরসুন্দা নদী খননের মাটি বিক্রি করছে চেয়ারম্যানের ভাই

স্কুল খোলার প্রথম দিনে পরিদর্শনে কুলিয়ারচরের ইউএনও

কমলনগরে শতভাগ যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষ শুরু

অষ্টগ্রামে ‘জার্নার অব কান্ট্রি’ নামে নতুন অনলাইন পোর্টালের উদ্বোধন

কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ পালিত

ইটনায় ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড ১৯ টিকাদানে ব্যাপক সাড়া

কুলিয়ারচরে ইমাম-উলামা ও হিন্দুধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা

লক্ষ্মীপুরের শিক্ষক কন্যা ডা. তৃষার সাফল্য

স্বাস্থ্যকথা: Ganglion cyst (গ্যাংগলিয়ন সিস্ট) সম্পর্কে জানুন

তাড়াইলে যত্রতত্র বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার গ্যাস