সাম্প্রতিক স্বদেশ ডেক্স: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে ১৫ থেকে ২০ টি প্রতিষ্ঠান।
৬ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিট সময়ে বাজারের ৩য় গলি (সোনালী ব্যাংক) সামনে এ অগ্নিকান্ড সংঘটিত হয়।
বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
রামগতি ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে কাজ চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের দুটো ইউনিট একসাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে নিউজ লেখা পযর্ন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা হচ্ছে।
বিস্তারিত পরে জানানো হবে।


















