নুরুল হোসাইন, কক্সবাজার ব্যুরো চীফ: কক্সবাজারের উখিয়া–টেকনাফ (কক্সবাজার–৪) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরো সুসংগঠিত ও শক্তিশালী অবস্থান নিতে যাচ্ছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন কক্সবাজার–৪ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সভাপতি ও ধানের শীষের প্রার্থী শাহ জাহান চৌধুরী এবং জেলা বিএনপির অর্থ সম্পাদক ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলের স্বার্থ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় নেতা নিজ নিজ অবস্থান থেকে কাজ করে আসছেন। সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই ঐক্যের মাধ্যমে উখিয়া ও টেকনাফ উপজেলার বিএনপি’র নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, অভিজ্ঞ ও জনপ্রিয় নেতৃত্বের এই সমন্বয় আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করবে।
শাহ জাহান চৌধুরী বলেন, দল ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের লক্ষ্য একটাই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনা।
অন্যদিকে আব্দুল্লাহ বলেন, ধানের শীষের বিজয়ের জন্য সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে কাজ করবো। নেতাকর্মীদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাহ জাহান চৌধুরী ও আব্দুল্লাহর এই ঐক্য কক্সবাজার–৪ আসনে বিএনপি’র সাংগঠনিক ভিত্তিকে আরো সুদৃঢ় করবে এবং নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।


















